Homeএখন খবরম্যারাথনে যুব সমাজকে উৎসাহিত করতে অংশ নিচ্ছেন স্বয়ং নারায়নগড়ের বিডিও

ম্যারাথনে যুব সমাজকে উৎসাহিত করতে অংশ নিচ্ছেন স্বয়ং নারায়নগড়ের বিডিও

নিজস্ব সংবাদদাতা: বয়সটা বাধা নয়, বাধা নয় প্রশাসনিক পদ মর্যাদাও। মানুষকে উৎসাহিত করতে অনেক সময় এগিয়ে আসতে হয় নেতা থেকে প্রশাসনিক অধিকর্তাদেরও। সেই পথেই এবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের বিডিও বিশ্বজিৎ ঘোষ। তাই জানুয়ারির ম্যারাথনে এলাকার যুবক যুবতীদের অংশগ্রহনে উৎসাহিত করতে নিজেই সেই ম্যারাথনের ময়দানে নামার কথা ঘোষনা করলেন ঘোষ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শীতকালীন কার্নিভাল। উদ্যোক্তা  পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শুরু হয়েছে ব্লকে ব্লকে জোর কদমে প্রচার। তারই অংশ হিসাবে নারায়ণগড় ব্লকেও এই প্রচার কর্মসূচী করা হয় । আর সেই প্রচার চালাতে গিয়ে এমনই জানালেন ঘোষ ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সরকারি সূত্রে জানা গেছে গ্রামাঞ্চলের যোগ্য প্রতিযোগীদের  সুযোগ দেয়ার লক্ষ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগ।সেই লক্ষ্যেই শীতকালীন কার্নিভাল শুরু হতে চলেছে আগামী ১০ ই জানুয়ারি থেকে ১২ ই জানুয়ারি।শীতকালীন কার্নিভাল এর মধ্য দিয়ে দুস্থ পরিবার থেকে শুরু করে গ্রাম অঞ্চলের বিভিন্ন যুবক যুবতীদের খেলাধুলা সুযোগ দেয়া হবে ।আগামী দিনে যাতে এরা রাজ্যস্তরে খেলতে পারে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধু তাই নয়, এই খেলায় থাকছে আর্থিক অনুদান।বেলদা বিডিও বিশ্বজিৎ ঘোষ জানান -“যারা আর্থিক সংকটের কারণে খেলার সুযোগ পায় না অথবা গ্রাম অঞ্চলে থেকে খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল সেই সব বঞ্চিত প্রতিভাদের  আগামীদিনে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্যই প্রশাসনের এই উদ্যোগ ।তাছাড়া আমি নিজেও এই কার্নিভালে ম্যারাথন দৌড়ে অংশ নেব ।আমি চাই সবাই এতে অংশগ্রহণ করুক । ”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নারায়নগড় ব্লকের প্রশাসনিক প্রধান হিসাবে মাঝ বয়সে শীতকালীন এই কার্নিভালে ম্যারাথন দৌড়ে অংশ নেওয়ায় অনেকের মনোবল বাড়াবে এবং সাধারণ মানুষদের  কার্নিভালে অংশগ্রহণের উৎসাহ যোগাবে বলেই ধারনা অভিজ্ঞদের। 

RELATED ARTICLES

Most Popular