নিজস্ব সংবাদদাতা: বাংলার প্রবাদ প্রতিম মনীষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শততম জন্মবর্ষ উপলক্ষ্যে বছর ভর বিভিন্ন কর্মসূচীর অঙ্গ হিসাবে রবিবার ক্যুইজ প্রতিযোগিতা হয়ে গেল পড়ুয়াদের নিয়ে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত বালিচক ভজহরি ইনস্টিটিউশনে দুপুর ১ টা থেকে প্রাতঃস্মরণীয় মণীষী ও ভারতীয় নবজাগরণের অবিস্মরণীয় চরিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ক্যুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং দরিদ্রদের মশারি দান কর্মসূচি সম্পন্ন হল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবর্ষটি উদযাপনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে ডেবরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশততম জন্মবর্ষ উদযাপন কমিটি। কমিটির পক্ষে ইতিমধ্যেই নিজস্ব প্রচেষ্টায় বিদ্যাসাগরের পুর্নাবয়ব মূর্তি স্থাপনের কর্মসূচি নেওয়ার পাশাপাশি সরকারের কাছে দাবি রাখা হয়েছে নির্মীয়মান বালিচক উড়ালপুলটি বিদ্যাসাগরের নামাঙ্কিত করার জন্য।