পীড়াশিমুল গ্রামের বালকেশ্বর মন্দির |
নিজস্ব সংবাদদাতা: শিবরাত্রি মানেই সাধারণ বাড়ির মহিলাদের শিব মন্দিরে পুজো দিতে ভিড় জমানো একটি ঐতিহ্যবাহী রীতি।আর সমস্ত শিব মন্দিরে এদিন পুজো করেন তথাকথিত উচ্চবর্ণের ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। কিন্তু এই রীতির বাইরে একটি আলাদা ধরনের শিবরাত্রি দেখা গেল গোপীবল্লভপুরের পিড়াশিমূল গ্রামের বালকেশ্বর জীউ মন্দিরে।পিড়াশিমূল গ্রামের এই শিব মন্দিরে কোন ব্রাহ্মণ পুরোহিত পুজো করেন না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই মন্দিরে আজও দেখা গেল সাধারণ বাড়ির বাচ্চা ছেলেরা পূজো করছেন শিবরাত্রির পুজো।আর গ্রামের মহিলারা ভিড় জমিয়েছেন বালকেশ্বর জীউ মন্দিরে পুজো দেওয়ার জন্য।নিয়ম অনুযায়ী এদিন রাতে মহিলারা স্বামীর কল্যাণে প্রদীপ জ্বালিয়ে রাতও জাগেন মন্দিরে। আজ সকাল থেকে পুজো করতে দেখা গেল পিড়াশিমূল গ্রামের মোহিত পৈড়া এবং সুরজীৎ সাউ এর মতো নাবালকের। মন্দির কমিটির সদস্য মন্টু পাত্র এবং সৌরভ পৈড়া জানান- পিড়াশিমূল গ্রামের বালকেশ্বর জীউ মন্দির দীর্ঘদিনের, এই মন্দিরে প্রথম থেকেই কোন ব্রাহ্মণ পুরোহিত দিয়ে পুজো হয়না গ্রামের বাচ্চার পুজো করেন। তাই মন্দিরের নাম বালকেশ্বর জীউ মন্দির।