ওয়েব ডেস্ক : সরকারী নির্দেশ মেনে বুধবার থেকেই ৪ জন যাত্রী নিয়ে পুরনো ভাড়াতেই কলকাতা শহরের রাস্তায় নামল অটো। উত্তর থেকে দক্ষিণ এদিন সকাল থেকে একই ছবি নজরে আসলো। রুবি থেকে শুরু করে গড়িয়াহাট, কাঁকুরগাছি, রাসবিহারী সর্বত্র একই চিত্র। শিকেয় সামাজিক দূরত্ব।
করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় রাজ্য সরকারের তরফে এতোদিন ২ জন করে যাত্রী নিয়ে অটো চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। এর জেরে কলকাতার বিভিন্ন রুটে দ্বিগুন কোথাও আবার তিনগুন ভাড়া নেওয়া হচ্ছিল। এতে একপ্রকার অসুবিধার মধ্যে পড়ছিলেন যাত্রীরা।
একইভাবে ২জন করে যাত্রী নেওয়ায় অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল অটো যাত্রীদের তবুও তারা পেটের তাগিদে অটো নিয়ে রাস্তায় বেড়িয়েছেন। শহরের বিভিন্ন রুটের অটো চালকরা জানান, আগে ৪জন করে যাত্রী নিলে যা ভাড়া পেতেন তার ওপইর নির্ভর করে তাদের সংসার চলত। পাশাপাশি সেই টাকার মধ্যে থেকেই বছরের শেষে তাদের গাড়ির বিভিন্নরকম খরচের জন্য টাকা রাখতে হত। কিন্তু ২জন করে যাত্রী নিয়ে অটো চালানোর ক্ষেত্রে তারা ভাড়া বাড়ালেও আখেরে লোকশান তাদেরই হচ্ছিল। ৪ জনের ভাড়া তো উঠছিলই না বরং দ্বিগুন ভাড়াতে অনেকক্ষেত্রে যাত্রীরাও অটোয় উঠতে চাইছিলেন না। এর জেরে বেশ খানিকটা অসুবিধায় পড়তে হচ্ছিল অটো চালকদের।
অন্যদিকে, একই অবস্থা যাত্রীদেরও। একেই বিগত ২ মাস ধরে লকডাউন থাকায় সকলেরই আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই। তার ওপর রাস্তায় বেরিয়ে অটোয় দ্বিগুন, তিনগুন ভাড়া চাওয়ায় তাদেরও বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়।
তবে শুধু অটো নয়, ট্যাক্সি এবং ক্যাবগুলির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। এতদিন ট্যাক্সি এবং ক্যাবগুলিতেও নির্দিষ্ট নিয়ম মেনে ২জন করে যাত্রী নেওয়ার নিয়ম ছিল। কিন্তু বুধবার থেকে সেখানেও ছাড় দিলেন রাজ্য সরকার। আগের মতোই তারাও ৪ জন করে যাত্রী নিতে পারবে তবে সেক্ষেত্রে প্রত্যেক যাত্রীর কাছে থাকতে হবে স্যানিটাইজার। পড়েতে হবে মাস্ক, গ্লাভস।
সবমিলিয়ে সরকারের নতুন এই সিদ্ধান্তে বেশ খানিকটা স্বস্তিতে চালক থেকে যাত্রী সকলেই। তবে রাজ্যে যে হুহু করে করনা সংক্রমণ বেড়ে চলেছে তা ভুলে গেলে চলবে না। সেক্ষেত্রে অটো কিংবা ট্যাক্সি ও ক্যাবে যদি ৪ জন করে যাত্রী তোলা হয় তবে স্বাভাবিকভাবেই সংক্রমণ ছড়ানোর একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।