Homeঅন্যান্যস্টেট ব্যাংকে গ্রাহকেরা এবার বাড়িতে বসেই ব্যাংকের শাখা বদলাতে পারবেন

স্টেট ব্যাংকে গ্রাহকেরা এবার বাড়িতে বসেই ব্যাংকের শাখা বদলাতে পারবেন

নিউজ ডেস্ক: ভারতবর্ষে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ।দেশজুড়ে ক্রমশ ভয়াবহ করোনা পরিস্থিতির জেরে একাধিক রাজ্যে ইতিমধ্যেই জারি হয়েছে লকডাউন।কোথাও কোথাও একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই কাঁটছাট করা হয়েছে ব্যাংকের সময়সীমাও।

বন্ধ রাখা হয়েছে আমানত গ্রহণ, টাকা তোলা ও ট্রান্সফার ছাড়া বাকি সব কাজ। অনেকেরই বাড়ির কাছের ব্রাঞ্চে অ্যাকাউন্ট নেই। ফলে বর্তমান সময়ে ব্যাংকে যেতেও বেশ সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। সেই কথা চিন্তা করে গ্রাহকদের স্বার্থে বিশেষ পদক্ষেপ করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।এবার বাড়িতে বসেই ব্যাংকের শাখা পরিবর্তন করতে পারবেন SBI-এর গ্রাহকরা।

কীভাবে পরিবর্তন করবেন ব্রাঞ্চ জেনে নিন।

প্রথমে আপনাকে SBI এর ওয়েবসাইট onlinesbi.com- এ যেতে হবে।

সাইটে ঢুকলেই মিলবে ‘Personal Banking’ অপশন। সেখানে দিতে হবে নেট ব্যাকিংয়ের ইউজার নেম ও পাসওয়ার্ড।

এরপর e-service ট্যাব খুললে সেখানে Transfer Savings Account-এ ক্লিক করতে হবে।সেখানে অ্যাকাউন্টের অপশন আসবে। যে অ্যাকাউন্টটির শাখা বদল করতে চান, সেটিকে সিলেক্ট করতে হবে।

এরপর আপনাকে যে শাখায় স্থানান্তরিত করতে চান সেখানকার IFSC কোড দিতে হবে। এরপর মোবাইলে একটি ওটিপি আসবে।

ওই ওটিপি-টি কনফার্ম করলে নির্দিষ্ট সময়ে অ্যাকাউন্টের শাখা বদল হয়ে যাবে।

RELATED ARTICLES

Most Popular