Homeমহানগরআসানসোলসালানপুরে পরিত্যাক্ত কুয়ো থেকে উদ্ধার মহিলার পচাগলা মৃত দেহ উদ্ধার, আটক স্বামী

সালানপুরে পরিত্যাক্ত কুয়ো থেকে উদ্ধার মহিলার পচাগলা মৃত দেহ উদ্ধার, আটক স্বামী

ওয়েব ডেস্ক : বহুদিন থেকেই বন্ধ সালানপুরের হিন্দুস্থান কেবলসের কারখানা। বৃহস্পতিবার সকালে কারখানার জঙ্গলের কুয়ো থেকে উদ্ধার হল এক মহিলার পঁচাগলা দেহ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গিয়েছে, মৃত মহিলা বছর ২৮ এর মঙ্গলি টুডু। তিনি সালানপুর থানার অন্তর্গত উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ভাদোলা গ্রামের বাসিন্দা। তিনি গত দশ দিন থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা বহু খোঁজাখুজির পরও তার খোঁজ মেলেনি। তবে পরিবারের তরফে কোনো প্রকার নিখোঁজ ডায়েরি করা হয়নি।স্থানীয় সূত্রের খবর, রোজকার মতো বৃহস্পতিবার সকালেও স্থানীয় কিছু মহিলা হিন্দুস্থান কেবলস কারখানার জঙ্গলে যান জ্বালানি কাঠ কাটতে। সেই সময় তাদের নাকে তীব্র দুর্গন্ধ আসায় কোথা থেকে গন্ধ আসছে তা দেখতেই জানা গেল ওই জঙ্গলেরই একটি কুয়োর মধ্যে এক মহিলার পঁচাগলা মৃত দেহ ভাসতে।বিষয়টি গ্রামবাসীদের জানাতেই ছুটে আসে গ্রামের বাসিন্দারা। খবর দেওয়া হয় রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ সিকান্দর আলমকে।

খবর পেয়ে রূপনারায়নপুর থানার ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই মহিলার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।ঘটনায় মৃতার স্বামী বলদেব বাসকিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।ওই মহিলা কী আত্মহত্যার উদ্দেশ্যে কুয়োয় ঝাঁপ দিয়েছিল নাকি তাঁকে মেরে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল সেই রহস্যভেদ করার জন্যই জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ওই দম্পত্তির মধ্যে সম্পর্ক কেমন ছিল, আগে গৃহবধূ অত্যাচারের কোনও ঘটেছিল কিনা প্রতিবেশীদের কাছে খোঁজখবর নিচ্ছে পুলিশের তদন্তকারী আধিকারিক।

RELATED ARTICLES

Most Popular