ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে লকডাউনের মাঝেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁদের গ্ৰাহকদেরকে সচেতন করল। ব্যঙ্ক জানিয়েছে এই লকডাউনের মাঝে অতি সক্রিয় হয়ে উঠেছে হ্যাকাররা।
তারা নতুন নতুন পন্থা অবলম্বন করে গ্ৰাহকদের ঠকাচ্ছে। বর্তমানে যেহেতু লকডাউন তাই বেশিরভাগ ব্যঙ্ক গ্ৰাহক নেটব্যঙ্কিং ব্যবহার করছেন ডিজিটাল লেনদেন করার জন্য। এর জন্যে হ্যকাররা একটি নকল ফিসিং ওয়েবসাইট বানিয়েছে যেটা দেখতে পুরোপুরি এসবিআই এর নেটব্যঙ্কিং ওয়েবসাইটের মতোন এইরকমই একটি ওয়েবসাইট https://www.onlinesbi.digital স্টেট ব্যাঙ্ক সাফ জানিয়ে দিয়েছে যে এটা ভুয়ো ওয়েবসাইট এরকম কোনো ওয়েবসাইট যেন তারা ওপেন না করে
এবং এর মাধ্যমে হ্যকররা গ্ৰাহকদের নেটব্যঙ্কিং ইউসার আইডি পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে। এছাড়াও হোয়াটসঅ্যাপ এবং মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠাচ্ছে হ্যকাররা যেগুলো ফিসিং লিঙ্ক হতে পারে।
তাই এস বি আই তাদের সমস্ত গ্ৰাহকদের সচেতন করেছে যাতে তারা কোনো লিঙ্কে ক্লিক না করে।
এবং এরকম কোনো ফিসিং লিঙ্ক এলে অতিসত্বর [email protected] এবং [email protected] এই ইমেল আইডি তে মেল করে বিস্তারিত ভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও ইএমআই সংক্রান্ত বিষয় সকলে সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে।