ওয়েব ডেস্ক: দীর্ঘ ২ মাসের লকডাউন কাটিয়ে এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশবাসী। কিন্তু যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। সেই সাথে ক্রমশ খারাপ হচ্ছে মহারাষ্ট্রের হালও। ইতিমধ্যে দেশের আক্রান্ত ও মৃতের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। পাওয়া যাচ্ছে না হাসপাতালের বেড। এই করুন পরিস্থিতিতেই মুম্বাইয়ের ধারাভিতে নেচার পার্কের মধ্যেই একটি ২০০ শয্যা হসপিটাল চালু করলো মুম্বাই পুরসভা। এই হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার এবং পোর্টেবল ভেন্টিলেটর দিয়ে সাহায্য করলেন বলিউড এর জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন।
মুম্বাই পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন, অজয়ের সাহায্যের জন্যেই এত দ্রুত এই অস্থায়ী হাসপাতাল চালু করা সম্ভব হয়েছে। তবে অজয় দেবগন শুধু যে হাসপাতাল তৈরীতেই সাহায্য করেছে তা নয় মুম্বাইয়ে ৭০০ লোকের রেশনের দায়িত্বও নিয়েছেন নিজের কাঁধে। তবে সবটাই করেছেন নিঃশব্দে।
ইতিমধ্যেই করনা মোকাবিলায় সরকারকে বিপুল পরিমাণে অর্থ সাহায্য করেছেন বিটাউনের বেশ কিছু তারকা। তবে সবার মাঝে থেকেও নীরবে সাহায্য করলেন নিঃশব্দেই।