নিজস্ব সংবাদদাতা: শুরুতেই ছন্দপতন হল গোপীবল্লভপুর ১ ব্লকের কৃষি মেলার। রাজ্যের বিভিন্ন ব্লকের মতই মঙ্গলবার কৃষি দপ্তরের উদ্যোগে শুরু হওয়া কৃষি মেলার প্রাঙ্গন ছাড়লেন ঝাড়গ্রাম সাংসদ কুনার হেমব্রম। সাংসদের আভিযোগ সরকারি উদ্যোগে মেলা হলেও একজন নির্বাচিত প্রতিনিধি হওয়া স্বত্ত্বেও তাঁকে যথাযথ সম্মান প্রদান করে আমন্ত্রন করা হয়নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি তাঁর আরও আভিযোগ যে মেলার উদ্বোধনের দিনেই আদিবাসী ও অ-আদিবাসীদের জন্য আলাদা আলাদা শোভাযাত্রার ব্যবস্থা করে বিভাজন তৈরি করা হচ্ছে। ক্ষোভ উগরে দিয়ে মঞ্চে না উঠেই মেলা প্রাঙ্গন ত্যাগ করেন তিনি ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও এই সমস্ত আভিযোগ অস্বীকার করে ব্লক কৃষিদপ্তরের কর্তারা জানিয়েছেন যে, নিয়ম মেনেই সাংসদকে আমন্ত্রন জানানো হয়েছিল। ব্লক কৃষি দপ্তরের সামনে মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ শোভাযাত্রা সহকারে ব্লকের কৃষি মেলার উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়াও উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দানগি সরেন। মেলায় রয়েছে কৃষি, উদ্যান পালন, মৎস্য এবং প্রাণী সম্পদ কেন্দ্রের নানা ধরনের স্টল। রয়েছে ব্লকের কৃষকদের উৎপাদিত ফসলের প্রদর্শনীর ব্যবস্থা।