Homeএখন খবরContainment-Kharagpur:খড়গপুর-মেদিনীপুরের তালিকা সংশোধন হল! বন্ধ হচ্ছেনা পুরো শহর, মত পাল্টে আংশিক লকডাউন...

Containment-Kharagpur:খড়গপুর-মেদিনীপুরের তালিকা সংশোধন হল! বন্ধ হচ্ছেনা পুরো শহর, মত পাল্টে আংশিক লকডাউন দুই শহরে, বন্ধ করে দেওয়া হল মাইক প্রচার

Within 12 hours, the West Midnapore district administration released a new list stating that not all wards of Kharagpur and Medinipur municipalities were becoming containment zones. Only 5 wards of Kharagpur and only 4 wards of Medinipur are being made containment zones. On the north side of Medinipur Municipality, Kuikota, Abas, Church, Wards No. 1, 2, 4 adjacent to BDO Office and Ward No. 19 adjacent to Saratpalli will be the only containment zone. On the other hand in Kharagpur municipality In total, ward number 13 and 16 of New satalment and Mathurakati area, Wards 31 and 32 of Bara Ayma and Choto Ayma Ward 35 of Talbagicha were brought under the containment zone. On July 8, the West Midnapore district Magistrate amended the previous guidelines (July 7 guidelines) and informed that only the nine wards of the two municipalities would have containment zones.

নিজস্ব সংবাদদাতা: ১২ঘন্টার মধ্যেই নতুন তালিকা প্রকাশ করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়ে দিল যে খড়গপুর ও মেদিনীপুর পৌরসভার সব ওয়ার্ড কন্টেনমেন্ট জোন হচ্ছেনা। খড়গপুরের মাত্র ৫টি এবং মেদিনীপুরের মাত্র ৪টি ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন করা হচ্ছে।

বর্তমান নির্দেশিকা 7th july

মেদিনীপুর পৌরসভার উত্তর দিকে কুইকোটা, আবাস, গির্জা, বিডিও অফিস সংলগ্ন ১, ২,৪ নম্বর ওয়ার্ড এবং শরৎপল্লী সংলগ্ন ১৯ নম্বর ওয়ার্ড এলাকাতেই শুধু কন্টেনমেন্ট জোন হবে অন্য দিকে খড়গপুর পৌরসভার মথুরাকাটি ও নিউসেটেলমেন্ট সংলগ্ন ১৩ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ড, বড় ও ছোট আয়মা মিলিয়ে,৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড এবং তালবাগিচার ৩৫ নম্বর ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোনের আওতায় আনা হল।

আগের নির্দেশিকা 6th july

৭ই জুলাই ফের আগের নির্দেশিকা (৬ই জুলাইয়ের নির্দেশিকা)সংশোধন করে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক জানিয়ে দিয়েছেন দুই পৌরসভার কেবলমাত্র উল্লেখিত ৯টি ওয়ার্ডেই কন্টেনমেন্ট জোন হবে। উল্লেখ্য ৬ই জুলাই দুটি খড়গপুর ও মেদিনীপুরের ৬০টি ওয়ার্ডকেই ৭-১৪ জুলাই কন্টেনমেন্ট বলে ঘোষণা করা হয়। মাত্র ১২ ঘন্টার ব্যবধানে কী ভাবে এই নির্দেশ কার্যকরী করা সম্ভব প্রশ্ন ওঠায় ১দিন পিছিয়ে ঠিক হয় ৮ই জুলাই থেকে কার্যকরী হবে কন্টেনমেন্ট জোন।

কিন্তু বাস্তবতা বিচার করে দুই শহরের কেবলমাত্র অতি সংক্রমিত জোনকেই কন্টেনমেন্ট জোনের আওতায় আনা হল। দুই শহরের ওই ৯টি ওয়ার্ড ছাড়া সর্বত্রই জীবন যাপন স্বাভাবিক থাকবে। এদিন খড়গপুর পুর সভা মাইক প্রচার শুরু করেছিল গোটা শহরেই। কিন্তু নতুন নির্দেশিকা আসার পরই তা বন্ধ করে দেওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular