Homeএখন খবরআবারও দেহ মিলল মালদায় গঙ্গায়! এবার সতর্ক মুর্শিদাবাদও, সতর্কতা জারি করা হল...

আবারও দেহ মিলল মালদায় গঙ্গায়! এবার সতর্ক মুর্শিদাবাদও, সতর্কতা জারি করা হল বাংলাদেশেও

নিজস্ব সংবাদদাতা: একদিনের মাথায় আবারও দেহ ভেসে আসতে দেখা গেল মালদা জেলার মানিকচকে। শনিবারের পর ফের রবিবার আরও একটি মৃতদেহকে গঙ্গায় ভেসে থাকতে দেখে প্রবল আতঙ্ক ছড়িয়েছে মানিকচক এলাকার গঙ্গা নদীর তীরবর্তী স্থানগুলিতে। এবারও মৃতদেহ মিলেছে সেই ভূতনি চরের পাশে। লাগোয়া বাঁধের ধারে দেহটি প্রথম আবিষ্কার সেখানকার মৎস্যজীবীরা। তাঁদের মারফৎ খবর যায় স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে।

শনিবার গঙ্গায় দুটি দেহ ভেসে এসেছিল গঙ্গায়। মৎসজীবীরা প্রথমেই খবর দেন স্থানীয় সিপিআইএম সমর্থক রেড ভলান্টিয়ার সদস্যদের। তাঁরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা খতিয়ে দেখার পর স্থানীয় প্রশাসনকে খবর পাঠান। প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে এই গলিত দেহগুলি করোনায় মৃত ব্যক্তিদের। কী ভাবে
কোথা থেকে দেহগুলি ভেসে আসছে তার খোঁজ খবর শুরু করেছে পুলিশ। উল্লেখ্য উত্তরপ্রদেশ থেকে গঙ্গাবাহিত হয়ে বিহারে প্রায় শতাধিক দেহ ভেসে আসার খবর পাওয়ার পরই পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ ছিল মানিকচকের গঙ্গা তীরবর্তী এলাকায় কোনও দেহ ভাসতে দেখলেই প্রশাসনকে জানাতে হবে। জেলা পুলিশ ও প্রশাসন গঙ্গা জুড়ে তল্লাশি চালায়। বন্ধ করা হয় গঙ্গায় স্নান ও মাছ ধরা। তখুনি আশঙ্কা করা হয়েছিল উত্তর প্রদেশ ও বিহার থেকে করোনায় মৃতদের দেহ গঙ্গায় ভেসে মানিকচক দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে।

মানিকচকের ওপারে ঝাড়খণ্ডের রাজমহল। সেখানেও সতর্কতা রয়েছে। কিন্তু পরপর দেহ যেভাবে মানিকচকে গঙ্গায় ভেসে উঠছে তাতে এলাকাবাসীর মধ্যে ভয়। উত্তর প্রদেশ ও বিহার সরকারের উপর ক্ষোভ দেখাচ্ছেন সবাই। রাজ্য সরকারের নির্দেশ, গঙ্গায় কোনও দেহ মিললে কড়া স্বাস্থ্যবিধি মেনে সেই দেহের শেষকৃত্য করতে হবে মালদহ জেলা প্রশাসনকে।

শনিবার মালদহের কেশরপুর এলাকার গঙ্গার ঘাটে ভেসে আসে দুটি মৃতদেহ। ঘাটের কাছে কচুরিপানা আটকে থাকায় বিষয়টি নজরে আসে গ্রামবাসীদের। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, একটি মৃতদেহ উদ্ধার হয়েছে হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কেশোরপুর এলাকার গঙ্গা নদীর ঘাটে। তবে দেহটি পচন ধরে গিয়েছে। ফলে সেটি উদ্ধার কার্য করতে কোভিড বিধি মেনে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী উদ্ধার হওয়া এই দেহটি নিয়ম মেনে ময়নাতদন্ত করে সৎকার্য করা হবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, ভুতনি থানার নদীর ওপারে রয়েছে বিহার রাজ্য। ভিন রাজ্য থেকে ভেসে এসেছে দেহ।

মালদহে গঙ্গায় পরপর দেহ ভেসে আসার খবরে মুর্শিদাবাদের ফারাক্কা সংলগ্ন এলাকাতেও জারি সতর্কতা। এখান থেকেই গঙ্গার শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সীমান্তের ওপারে পদ্মাবক্ষে বিশেষ টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্দেশ জারি করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সঙ্গে নদীর সীমান্তে অতিরিক্ত সতর্কতার। বাংলাদেশ সরকারের আশঙ্কা ফারাক্কা পয়েন্ট দিয়ে পদ্মায় ভেসে আসতে পারে গলিত দেহ। সেক্ষেত্রে বাংলাদেশের দিকেও পদ্মা তীরবর্তী গ্রামে আতঙ্ক রয়েছে। মৎস্যজীবীদের সতর্ক করেছে বিজিবি।

RELATED ARTICLES

Most Popular