নিউজ ডেস্ক: সিকিমের পর শিলিগুড়িতে থাবা করোনার ডেল্টা ভেরিয়েন্টের।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের শরীরে এই হদিশ মিলেছে। সেই সঙ্গে সংক্রমিতর শরীরে মিলেছে UK স্ট্রেন মত সংক্রম। মেডিক্যাল সূত্রে জানা গেছে UK স্ট্রেনে আক্রান্ত ২ জন। শিলিগুড়ির মহামায়া কলোনি ও মাটিগাড়া ব্লকের তুম্বাজোত এলাকার বাসিন্দা। অন্যদিকে ডেল্টা ভেরিয়ান্ট মিলেছে ৫ জনের শরীরে এরা সককেই শিলিগুড়ি ও দার্জিলিং পাহাড়ের বাসিন্দা।
মেডিকেল সূত্রে জানা গিয়েছে সিকিমে ডেল্টা ভেরিয়েন্ট হাদিসের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের VRDL ল্যাবরটরি থেকে ডেল্টা বে রিয়াদের খোঁজে কলকাতায় নমুনা পাঠানো হয়েছিল। তবে গত সপ্তাহে সিকিমে ডেল্টা ভেরিয়েন্ট এর হদিস মেলে কলকাতা থেকে আসা রিপোর্টে। অবশেষে সোমবার রাতে কলকাতা থেকে উত্তরবঙ্গ মেডিক্যালের রিপোর্ট এলে সেখানেও 5 জনের শরীরে ডেল্টা ভেরিয়েন্ট ও দুজনের শরীরের UK স্ট্রেনের হদিশ মেলে।
সম্প্রতি সংক্রমণের হার পরীক্ষা করার জন্য পশ্চিমবঙ্গের পরীক্ষাগারে ৯৮ জনের নমুনা পাঠিয়েছিল সিকিম সরকার৷ তার মধ্যে ৯৭টির মধ্যেই মিলল করোনার ডেল্টা স্ট্রেন৷ এই তথ্য সামনে আসতেই করোনা সংক্রমণ নিয়ে নতুন আতঙ্ক ছড়িয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে৷
এই ডেল্টা স্ট্রেনই ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন চিকিৎসকরা৷ কারণ করোনার নতুন এই প্রজাতি যেমন একজনের শরীর থেকে অন্য জনের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে, সেরকমই আক্রান্তদের মধ্যে সংক্রমণও মারাত্মক রূপ নেয়৷
পশ্চিমবঙ্গে পাঠানো নমুনা পরীক্ষার ফল সামনে আসার পরই বিষয়টি নিয়ে উদ্বেগে সিকিম প্রশাসনও৷ সিকিমের স্বাস্থ্যমন্ত্রী এম কে শর্মা জানিয়েছেন, ৯৮টি নমুনার জেনোম টেস্টিংয়ের জন্য গত ২৩ জুন পশ্চিমবঙ্গের কল্যাণীতে পাঠানো হয়েছিল৷ তার মধ্যেই ৯৭টি নমুনায় কোভিড ১৯-এর ডেল্টা স্ট্রেনের সন্ধান মিলেছে৷ সিকিমের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে ন্যূনতম উপসর্গ থাকা রোগীদের অবস্থাও গুরুতর হতে পারে৷ সবার কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব চিকিৎসার জন্য হাসপাতালে আসুন৷’
জুলাই মাসে সিকিমে পজিটিভিটি রেট ছিল ১৮.৬ শতাংশ৷ সিকিমের স্বাস্থ্যমন্ত্রীর মতে, ডেল্টা প্রজাতির কারণেই রাজ্যে সংক্রমণের হার নিম্নমুখী হচ্ছে না৷