ওয়েব ডেস্ক : গত কয়েকদিনে সোনার দরে বিপুল পতনের পর মঙ্গলবার বাজার খুলতেই তুলনামূলক বাড়লও সোনার দাম। চিনের সাথে আমেরিকার সংঘাতের কারণে বিশ্ববাজারে গত কয়েকদিনে মারাত্মক ধস নেমেছিল। ফলে সোনার দামের ক্রমশ চড়াই উতরাইতে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল আন্তর্জাতিক বাজারে। ফলে সপ্তাহের দ্বিতীয়দিনে সোনার দাম আদেও কমলও কিনা কিংবা কতটা বাড়লো, চলুন দেখে নেওয়া যাক ->
চলতি সপ্তাহের গত দু’দিনের তুলনায় মঙ্গলবার সোনার দাম বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের হিসাবে অক্টোবর ফিচারে সোনার দাম ০.৩৩% বেড়েছে। এর ফলে মঙ্গবার ভারতে সোনার দামের অনেকটাই মূল্যবৃদ্ধি হয়েছে৷ এদিন ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৩,৪৪৯ টাকা। একই সাথে এদিন রুপোর দামও বেশ খানিকটা বেড়েছে৷ মঙ্গলবার প্রতি কেজি রূপোর দাম বেড়েছে ২ %। এর ফলে ১ কেজি রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০,৫৫৪ টাকায়। যা গতকালের তুলনায় ১৭৫০ টাকা বেড়েছে।
কলকাতায় এদিন সোনার দাম ২২ক্যারেটে ছিল ৫১,৮৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫৪,৫৩০ টাকা রয়েছে। যা স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য শহরের তুলনায় অনেকটাই কম। সোমবার গোটা দেশে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫২,২০৭ টাকা। পাশাপাশি অন্যনায় শহরগুলিতেও এদিন সোনার দাম কিছুটা কম-বেশি রয়েছে৷ চেন্নাইতে এদিন ২৪ ক্যারেট সোনার দাম ৫৫,৩৩০ টাকা ও ২২ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৫০,৭১০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৫১,৫১০ টাকা ও ২৪ ক্যারেটে দাম ছিল ৫২,৫১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৫৫,৫১০ টাকা। ২২ ক্যারেটে দাম ছিল ৫১১৬০ টাকা।
প্রসঙ্গত, মঙ্গলবারের তুলনায় সোমবার সোনার চেয়েও বেশি দর পড়েছিল রুপোর। সোমবার কেজি প্রতি রুপোর দাম কমে দাঁড়িয়েছিল ৬৭,৪০৩ টাকা। সূচকে ৫.৫% পতনের জেরে প্রতি কেজি রুপোর দর ৪,০০০ টাকা পড়ে যায়। সূচকে ০.৬% পতনের জেরে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৬.২৫ ডলার। বর্তমানে সোনার দামে ওঠা-নামার কারণে স্বাভাবিকভাবেই সোনায় বিনিয়োগের হার অনেকটাই কমেছে। এই কারণে শুক্রবার বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্ট-এ মজুত সোনার পরিমাণে ০.৩০% কমে দাম দাঁড়ায় ১,২৪৮.২৯ টন।