Homeএখন খবরচিকুর চলে যাওয়ার পর 'জুনিয়র'-কে বাড়ি নিয়ে এলেন মিমি

চিকুর চলে যাওয়ার পর ‘জুনিয়র’-কে বাড়ি নিয়ে এলেন মিমি

নিউজ ডেস্ক: চিকুকে হারিয়ে কাছে এল ‘জুনিয়র’ চিকু।পরিবারে নতুন অতিথি এল ‘পেট পেরেন্ট’ সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর। অভিনেত্রী খুব ভালোবাসতেন ম্যাক্স ও চিকুকে।

অভিনেত্রী প্রায় মাস খানেক আগে আদরের পোষ্য চিকুকে হারিয়েছেন। গত কয়েক মাস ধরে চিকুর চিকিৎসার জন্য কলকাতা থেকে চেন্নাইয়ে চিকিৎসকদের কাছে ঘুরে বেরিয়েছেন মিমি। ক্যানসারে আক্রান্ত হয় চিকু। কিন্তু শেষ পর্যন্ত মারা যায়।

অভিনেত্রী সেই সময় সন্তান স্নেহে পালন করা পোষ্যের বিয়োগে ভেঙে পড়েছেন। সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শেষকৃত্যের ছবিও। পোস্টে মিমি লেখেন, “আমার একটা অংশ তোর সঙ্গে চিরতরে চলে গেল। সব ব্যথার অবসান, যেখানেই থাকিস, শান্তিতে থাকিস। মা তোকে সব সময় ভালবাসবে।”

মিমি একজন ‘পেট পেরেন্ট’। তাঁর আদরের দুই পোষ্যের সঙ্গে মাঝেমাঝেই ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। তাঁদের সঙ্গে ধরা পড়ে বিভিন্ন খুনসুটির মুহূর্ত। দিনের শেষে বাড়িতে ফিরেও ওদের কাছে পেয়ে অভিনেত্রীর স্ট্রেস কাটাতে পারেন বলেও জানিয়েছিলেন তিনি। এমনকি মিমির পোষ্য এই হাস্কি ও ল্যাব্রেডরের “চিকু ম্যাক্স অ্যান্ড মম্মি” নামের ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে।

অভিনেত্রী মিমি চক্রবর্তী ‘মাদার্স ডে’ -তে সন্তানদের নিয়ে বিশেষ পোস্ট করেছিলেন। চিকুর ছবি ইন্সটা স্টোরিতে দিয়েছিলেন তিনি।

সেই সঙ্গে দিয়েছিলেন এক একটি চমক। চিকুর চলে যাওয়ার পর ‘জুনিয়র’ চিকু কে বাড়ি নিয়ে এলেন মিমি। আদুরে এই ছানার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “মা তোমায় স্বাগত জানাচ্ছে জুনিয়র”।

RELATED ARTICLES

Most Popular