Homeএখন খবরদীর্ঘ অপেক্ষার পর দিঘায় উঠল ইলিশ, আকাশছোঁয়া দাম

দীর্ঘ অপেক্ষার পর দিঘায় উঠল ইলিশ, আকাশছোঁয়া দাম

ভীষ্মদেব দাশ, দিঘাঃ  দীর্ঘ অপেক্ষার পর খাদ্যরসিক বাঙালিদের জন্য খুশির খবর। দিঘায় উঠল ৭০০কেজি ইলিশ। ডুমুরের ফুলের মতো ইলিশের দেখা মিলছিল না। খাদ্যরসিক বাঙালির পাতে অভাব ছিল ইলিশের। খাদ্যতালিকায় হরেক রকম ইলিশের সম্ভারের কথা মনে করেই চলছিল খাওয়া-দাওয়া। চলতি বছরের প্রথম থেকেই সমুদ্র সৈকত দিঘাতে ইলিশ মাছ আমদানি হয়নি। মৎস্যজীবীরা বুকভরা আশা নিয়ে সমুদ্রে পাড়ি দিলেও আবহাওয়া অনুকূল না থাকায় ধরা দেয়নি রুপালি শস্য ইলিশ। সম্প্রতি নিম্নচাপের প্রভাবে পূবালী হওয়া ও বৃষ্টির পর বুধবার সকালে মৎস্যজীবীদের জালে উঠল ইলিশ। তবে দাম ছিল আকাশছোঁয়া। প্রিয় ইলিশ মাছ বাড়ি নিয়ে যেতে গেলে মধ্যবিত্ত বাঙালির পকেটে টান পড়ছে।
প্রসঙ্গত, বুধবার সকালে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে মৎস্যজীবীদের দশটি ট্রলার পৌঁছায়। ট্রলারগুলি থেকে প্রায় ৭০০ কেজি ইলিশ নিলাম কেন্দ্রে আসে। চলতি মরসুমে বুধবার সকালে ঝাঁক ঝাঁক ইলিশের দেখা মেলায় খুশির মেজাজে মৎস্যজীবীরা। কিন্তু খাদ্যরসিক বাঙালিদের ইলিশ দেখে সাময়িক আনন্দ হলেও পকেট সাথ দেয়নি। বুধবার নিলাম কেন্দ্রে ৫০০-৭০০গ্রাম ওজনের ইলিশের দাম ছিল ৬০০-৮০০ টাকা, ১কেজি ওজনের ইলিশের দাম ছিল ১০০০-১২০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশের দাম এক লাফে দেড় হাজার টাকা। যা মধ্যবিত্তদের কাছে আকাশ ছোঁয়া।
বিশ-বিষ সালে পরিণত হয়েছে চলতি বছর। মার্চ মাস থেকে শুরু হওয়া করোনার তান্ডব ও লকডাউন ভেঙে দিয়েছে সাধারণ জীবনযাপন। লকডাউন, আমফান বা নিম্নচাপ সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চলছিল দীর্ঘদিন। সুযোগ পেয়ে আশা নিয়ে সমুদ্র পাড়ি দিলেও মৎস্যজীবীদের হতাশ হয়ে ফিরতে হয়েছে বারংবার। তাই চলতি মরসুমের প্রথম থেকেই দিঘায় ইলিশের খরা দেখা দিতে শুরু করে। অন্যান্য বছর এমন সময় ১০০০ – ১২০০ টন ইলিশ রপ্তানি হত দিঘা থেকে। কিন্তু চলতি বছর ডুমুরের ফুল হয়ে উঠেছে ইলিশ। বুধবার প্রকৃতি অনুকূল হওয়ায় হালকা বৃষ্টির পর সকালে ইলিশের দেখা মেলায় কিছুটা আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা। তবে ইলিশের দাম একেবারে নাগালের বাইরে হওয়ায় সাধারণ মানুষের পাতে পড়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
দিঘা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা নবকুমার পয়ড়্যা বলেন, লকডাউন ও নিষেধাজ্ঞার পরে আমরা ফিশিং শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম এবছর ইলিশের জোগান ভালো হবে। সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকবে ইলিশের দাম। কিন্তু দিঘাতে ইলিশের জোগান প্রায় নেই বললেই চলে। আজ প্রায় ৭০০ কেজি ইলিশ দিঘা মোহনায় উঠেছে। কিন্তু নিলামকেন্দ্রে আকাশছোঁয়া দাম উঠেছে।

RELATED ARTICLES

Most Popular