Homeএখন খবরবলিউডে মাদকযোগ নিয়ে মন্তব্যের জের, কঙ্গনাকে এক হাত নিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকার

বলিউডে মাদকযোগ নিয়ে মন্তব্যের জের, কঙ্গনাকে এক হাত নিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকার

ওয়েব ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বলিউড সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদকযোগ থাকায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। এরপর থেকেই কঙ্গনা নাম না করে বলিউডের প্রথম সারির বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী ও পরিচালককে মাদকাসক্ত বলেন, এমনকি সম্প্রতি তিনি বলিউডের সঙ্গে ড্রাগ মাফিয়াদের সরাসরি যোগাযোগ রয়েছে বলেও নানা মন্তব্য করেন। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোড়ন পড়ে যায়। কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে যায় নেট পাড়া। একদল কঙ্গনার সপক্ষে কথা বলেছেন, তেমনি অন্যপক্ষ মুখ খুলেছেন তার বিপক্ষে। এবার এরই মাঝে কঙ্গনার মন্তব্যের বিরুদ্ধে মঙ্গলবার রাজ্যসভায় সরব হন সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন। এরপর বুধবার একইভাবে হেমামালিনীও বলিউডের বিরুদ্ধে একাধিক মন্তব্য করায় তিরস্কার করেন হেমা মালিনী। এবার কঙ্গনার বিরুদ্ধে সুর চড়ালেন অভিনেত্রী—ঊর্মিলা মাতন্ডকার।

অভিনেত্রীর বলেন, ” কঙ্গনা যখন ড্রাগ সার্কিট নিয়ে এত চিন্তিত, তাহলে লড়াইয়ের শুরুটা তো তাঁর নিজের রাজ্য থেকেই করা উচিত।’ তিনি বলেন, ” গোটা দেশ মাদকচক্রের শিকার। কঙ্গনা কি জানেন না, হিমাচলই ড্রাগ ব্যবসার উত্‍সস্থল?” এখানেই থেমে থাকেনি অভিনেত্রী। তিনি জানান, ” দেশের মানুষের আয়করের টাকায় যাঁকে Y ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে, তিনি কেন পুলিশকে মাদকচক্র সম্পর্কে যা-যা জানেন স্পষ্ট করে বলছেন না?”

ঊর্মিলার কথায়, ” মুম্বই সবার। যাঁরাই এই শহরকে ভালোবেসেছেন, শহরকে কিছু না কিছু ফিরিয়ে দিয়েছেন, এই শহর তাঁদের সবার। এই শহরের মেয়ে হওয়ায় আমি কখনও তার অপমান সহ্য করব না। কঙ্গনা যা বলেছেন, তা শুধুমাত্র একটা শহর নয়, গোটা রাজ্যের মানুষকেই অপমান করেছে। একজন সারাক্ষণ চিৎকার করে কিছু বলে যাচ্ছেন মানেই এই নয়, তিনি সত্য বলছেন। কেউ কেউ আছেন, যাঁরা সব বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করতে ভালোবাসেন, নিজেকে অসহায় দেখাতে চান। এই পন্থা যদি কাজে না আসে, তখন নারীত্বের ট্রাম্প কার্ড বের করেন।”

RELATED ARTICLES

Most Popular