Homeএখন খবরএকই বাইকে হেলমেট হীন চার নাবালক, বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে মৃত ২,...

একই বাইকে হেলমেট হীন চার নাবালক, বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে মৃত ২, আশংকায় বাকি ২জনও

নিজস্ব সংবাদদাতা: আবারও হেলমেট বিহীন বেপরোয়া বাইকের বলি হল দুই আরোহী। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও ২জন। দক্ষিন ২৪পরগনার বাসন্তীর চৌকিদার মোড়ে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে মৃত এবং আহতরা চারজনই নাবালক ও একই বাইকের আরোহী ছিল । আহত হয়েছে আরও দুই কিশোর । মোটর সাইকেলে ছিল চার জন কিশোর। পুলিশ জানিয়েছে  যে এই চারজনের কারোর মাথাতে হলমেট ছিল না ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে মৃতরা হল সামিম মোল্লা, ১৫ এবং নাসির সেখ, ১৭। এই চারজন একটি মোটর বাইকে করে জগদ্ধাত্রী পুজো দেখে ফেরার সময়ে বুধবার রাতে একটি বিদ্যুতের খুঁটি তে ধাক্কা মারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চারজন কে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সামিম মারা যায় । কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে নাসিরের। অন্য দুজনের অবস্থাও আশংকা জনক অবস্থায়  হাসপাতালে ভর্তি। 

RELATED ARTICLES

Most Popular