নিজস্ব সংবাদদাতা: ২০০৫ সালের এক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৩০জনের। সিন্ধ প্রদেশের সেই দুর্ঘটনার পর এবার পাঞ্জাব প্রদেশে । বৃহস্পতিবার সাত সকালেই করাচি-রাওয়ালপিণ্ডি তেজগাম এক্সপ্রেসে এক ভয়াবহ অগ্নিকান্ডে সরকারি ভাবে ৭৩জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে পাক সরকার। যদিও বেসরকারি ভাবে মৃতের সংখ্যা ৭৫ছাড়িয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংবাদমাধ্যম জানিয়েছে ঘটনাস্থল পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুরের কাছে রহিম ইয়ার খান সংলগ্ন এলাকায় এদিন সকালে চলন্ত ট্রেনের একটি কামরায় আচমকাই আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। দাউদাউ করে আগুন জ্বলা অবস্থায় লাইন ধরে ছুটছিল ট্রেনটি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরে চালক ও গার্ডের নজরে আসে ঘটনাটি। তখনই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, রান্নার জন্য ব্যবহৃত গ্যাসের ট্যাঙ্ক ফেটে গিয়ে এই বিপত্তি। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় ট্রেনের একটি কামরায়। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে আরও দুটি কামরায়।
ঘটনাটি রহিম ইয়ার খান শহরে ঢোকার মুখে আগুন নজরে আসে। তারপর ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল কর্মী ও সরকারি আধিকারিকরা। জেলার সুরক্ষা ও উদ্ধারকার্য আধিকারিক বাকির হোসেন জানান, অন্তত ৭৩ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চলছে।
স্থানীয় সূত্রে খবর, অনেকে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে গিয়ে মারা গিয়েছেন। সেই সংখ্যাটা এখনও পরিষ্কার নয়।