Homeএখন খবরষাঁড়কে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় ৪ মহিলা ও ১শিশু সহ মৃত ১১বাসযাত্রী

ষাঁড়কে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় ৪ মহিলা ও ১শিশু সহ মৃত ১১বাসযাত্রী

               
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সড়কে উঠে আসা একটি ষাঁড়কে বাঁচাতে গিয়ে এক যাত্রীবাহী গাছে ধাক্কা মারলে সেই বাসের পেছনে এসে ধাক্কা মারে আরও একটি বাস। আর এই সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে ১১জন বাসযাত্রীর ।  মারলে ভয়াবহ রাজস্থানের এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজন শিশু এবং চারজন মহিলা রয়েছেন বলেই জানা গিয়েছে। এছাড়াও বাকি নয়জন গুরুতরভাবে আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগাউর জেলায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর রাতে ৩টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে। যাত্রীবাহী দুটি বাস মহারাষ্ট্রের লাটুর এবং শোলাপুর থেকে হিসার এবং হরিয়াণার উদ্দেশে রওনা হয়েছিল। জানা গিয়েছে, গুরুদেবের আশ্রমের উদ্দেশে তাঁরা রওনা হয়েছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সূত্রের খবর, একটি বাস যখন কুচামন সিটির কাছে হনুমানগড় মেগা হাইওয়ে উপর থেকে যাচ্ছিল সেইসময় বাসচালক রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা একটি ষাঁড়কে প্রাণে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। সামনে একটি গাছে ধাক্কা দেয়। এই ঘটনার পরেই পিছনে থাকা বাসটিও তার নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশের তথ্য অনুযায়ী, ন’জন আহতদের মধ্যে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। তাঁদের জয়পুরের একটি  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাকিদের কাছুমনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

RELATED ARTICLES

Most Popular