Homeমহানগরআসানসোলআসানসোলে জাতীয় সড়কে এক সাথে ৫ গাড়ির সংঘর্ষ, মৃত মহিলা সমেত ২,...

আসানসোলে জাতীয় সড়কে এক সাথে ৫ গাড়ির সংঘর্ষ, মৃত মহিলা সমেত ২, আহত একাধিক

নিজস্ব সংবাদদাতা: আসানসোলে ২নম্বর জাতীয় সড়কে পরপর একই সাথে ৫টি গাড়ির মর্মান্তিক সংঘর্ষে এক মহিলা সমেত ২ জনের মৃত্যু হয়েছে , আহত হয়েছেন আরও বেশ কয়েক জন, যার মধ্যে আশঙ্কাজনক ২। সোমবার বেলা সাড়ে তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির বোগড়া সিনেমা মোড় সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কের অংশে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম রেখা মাসিব(৫৪) চিরঞ্জিব মাসিব(২৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার ফলে সংঘর্ষে জড়িয়ে পড়া গাড়ি গুলির মধ্যে রয়েছে একটি করে ডাম্পার, ট্রাক, মারুতি ওমনি,আই-টেন এবং একটি টাটা সুমো। দুর্ঘাটনার জেরে যাত্রী বোঝাই আই-টেন গাড়ির উপরে ট্রাকটি উলটে পড়ায় গাড়ির ভেতরে থাকা ১ শিশু সহ ৪ জন আটকে পড়ে।

গ্যাস কাটারের সাহায়্যে ২ ঘণ্টার চেষ্টায় আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ২ জনের মৃত্যু হয় বলে জানা গেছে। এরা প্রত্যেকেই দুর্গাপুরের এ-জোনের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বোগড়া সিনেমা মোড়ের কাছে আসানসোল দিক থেকে দুর্গাপুর গামী ইস্পাত বহনকারি ডাম্পারের চাকা হঠাৎই ফেটে যওয়ায় ডাম্পারটি নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা একটি মারতি ওমনিকে ধাক্কা মেরে ডিভাইডার ভেঙে বিপরীত মুখি লেনে চলে আসে।

সেই সময় দুর্গাপুর – আসানসোলগামী একটি ট্রাককে ধাক্কা মারলে ওই ট্রাকটি গিয়ে একটি আই-টেন গাড়ির উপর উলটে যায়। আবার সেই সময় ট্রাকের পেছনেই থাকা একটি বোলেরো গাড়ি গিয়ে ধাক্কা মারে উলটে যাওয়া ট্রাকের পিছনে।
উল্টে পড়া ট্রাকের নিচে বোলেরো গাড়িতে আটকে পড়ে এক শিশু সহ ৪ জন যাত্রী। স্থানীয় জনতা ও পুলিশ আটক থাকা যাত্রীদের বের করার চেষ্টা চালায়। যদিও তাঁরা সফল হননি। এরপর
পুলিশ ৫টি হাইড্রোলিক ক্রেন ও গ্যাস কাটার সাহায্য নিয়ে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় বের করে আটকে পড়া মানুষদের।

আহতদের উদ্ধার করে রানিগঞ্জ ও দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই দুজনের। আই-টেন গাড়িটিতে থাকা শিশু সমেত দু’ ন ছাড়াও অন্য গাড়ির গুলির চালক খালাসি ও যাত্রী নিয়ে কম পক্ষে ৮ জন আহত হয়েছেন যার মধ্যে ২জন আশংকাজনক। ঘটনায় ব্যাপক যানজট হয় জাতীয় সড়কে।

RELATED ARTICLES

Most Popular