Homeএখন খবরমোদীর গড়েই ধরাশায়ি এবিভিপি, বেনারস বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জয় কংগ্রেসের ছাত্র সংগঠনের

মোদীর গড়েই ধরাশায়ি এবিভিপি, বেনারস বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জয় কংগ্রেসের ছাত্র সংগঠনের

নিজস্ব সংবাদদাতা: একের পর এক বিশ্ববিদ্যালয় থেকে কার্যত ধুয়ে মুছে যাচ্ছে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং এবার তা ঘটল বেনারসেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্র বেনারস বা বারাণসী। সেই  বেনারসের সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চারটি গুরুত্বপূর্ণ পদেই নির্বাচিত হলেন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর প্রার্থীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছাত্র সংসদ নির্বাচনের ফলে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে এনএসইউআইয়ের শিবম শুক্লা এবিভিপির হর্ষিত পান্ডেকে বিপুল ভোটে পরাজিত করেছেন। শিবম যেখানে ৭০৯টি ভোট পেয়েছেন, সেখানে হর্ষিত পেয়েছেন  মাত্র ২২৪টি ভোট। সহ-সভাপতি পদেও বড় ব্যবধানে এনএসইউআই-এর চন্দন কুমার মিশ্র জিতেছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাধারণ সম্পাদক পদে অবশ্য জোর লড়াই হয়েছে এনসুই-এবিভিপির। এখানে এনএসইউআই প্রার্থী অবিনাশ পাণ্ডে পেয়েছেন ৪৮৭টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী গৌরব দুবে পেয়েছেন ৪২৪ ভোট। লাইব্রেরিয়ান পদে জিতেছেন এনএসইউ-এর অজয় কুমার মিশ্র। গতবছরের নির্বাচনেও এবিভিপি চারটি গুরুত্বপূর্ণ আসনেই জয় পেয়েছিল। কিন্তু, এই বছরে একেবারে ধরাশায়ী হতে হল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২২৫ বছরের পুরনো বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলিতে প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে পড়াশোনা করেন ১৯৫০ জন ছাত্র। এর মধ্যে ভোট দিয়েছিলেন ৯৯১ জন। উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে ভাল ফল করে আসছে এবিভিপি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্বাচনী আধিকারিক অধ্যাপক শৈলেশ কুমার মিশ্র ফলাফল ঘোষনা করেন। উপচার্য রাজারাম শুক্লা নির্বাচিতদের শপথ গ্রহন করান। অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্য ক্যাম্পাসে বিজয় মিছিল নিষিদ্ধ করা হয়। পুলিশ প্রহরায় বিজয়ীদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। 

RELATED ARTICLES

Most Popular