Homeরাজ্যউত্তরবঙ্গপ্রাণনাশের হুমকি দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই প্রায় ১৪ লক্ষ টাকা

প্রাণনাশের হুমকি দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই প্রায় ১৪ লক্ষ টাকা

নিজস্ব সংবাদদাতা: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক রপ্তানিকারকের কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা ছিনতাই। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহদিপুর ভারত-বাংলাদেশ সীমান্তের তাতিপাড়া এলাকায়। এই ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়।

জানা গিয়েছে, আক্রান্ত ওই রপ্তানিকারকের নাম সেলিম শেখ‌, বাড়ি মহদিপুরের গড় মহলিতে। বাংলাদেশে পাথর রপ্তানির কাজ করেন তিনি। ব্যবসায়িক সূত্রে, বুধবার সন্ধ্যায় সুসতানি থেকে ১৩ লক্ষ ১৪ হাজার টাকা নিয়ে মোটরবাইক করে মহদীপুর সীমান্তে আসছিলেন।

অভিযোগ, ঠিক সেই সময় তাঁতিপাড়া এলাকায় একটি মোটরবাইকে তিনজন এসে তার পথ আটকায়। এরপরই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাগানে নিয়ে গিয়ে তার কাছে থাকা নগদ টাকা এবং দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই তিনজন দুষ্কৃতির মধ্যে একজনকে চিনতে পারেন সেলিম শেখ‌, বলে তিনি জানান।

ঐ ব্যবসায়ী আরও জানিয়েছেন, সেই যুবকের নাম রাজা ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই রাজা ঘোষের বাড়ি রামকেলি এলাকায়। কিছুদিন আগে ঘটে যাওয়া মধুঘাটে পেট্রোল পাম্প ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে তার নামে। এদিকে এই ঘটনায় রাীতিমতো আতঙ্কিত সেলিম শেখ। ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তির দাবী তুলেছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular