Homeএখন খবরআর বাধ্যতামূলক নয় আধার কার্ড করোনার টিকাকরণের জন্য

আর বাধ্যতামূলক নয় আধার কার্ড করোনার টিকাকরণের জন্য

নিউজ ডেস্ক: ভারতে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে৷ নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৬২ হাজার ৩৮৯ জন৷ তবে দেশে এখনও পর্যন্ত কোভিড ১৯-এ মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ পেরিয়ে গিয়েছে৷ বুধবার কোভিড ১৯ এর জেরে মোট ৪ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে৷ তবে স্বস্তির খবর এটাই যে ৩ লক্ষ ৫১ হাজার ৭৪০ জন সুস্থও হয়ে উঠেছেন৷ অন্যদিকে, দিল্লিতে আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে।

আর বাধ্যতামূলক নয় আধার কার্ড, এই ডকুমেন্টস থাকলেও হবে ভ্যাকসিনেশন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা টিকাকরণ অভিযানের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন৷ ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিদের টিকাকরণের জন্য আধার কার্ড আর বাধ্যতামূলক নয় ৷

সেখানে এবার যে কোনও ব্যক্তি ঠিকানার প্রমান পত্র হিসেবে ভাড়ার বিল, বিদ্যুতের বিল, ব্যাঙ্কের পাসবুক দেখিয়ে টিকা নিতে পারবেন৷ সরকারের তরফে সমস্ত জেলাশাসকদের চিঠি লিখে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর অপর্ণা উপাধ্যায়ের তরফে জারি করা এই নির্দেশে বলা হয়েছে, উত্তরপ্রদেশের প্রত্যেক বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যরা প্রমান পত্র হিসেবে বাড়ি ভাড়ার বিল, বিদ্যুতের বিল বা পাসবুক দেখিয়ে করোনার ভ্যাকসিন নিতে পারবেন ৷

বেশ কিছুদিন আগে এলাহাবাদ হাইকোর্ট করোনা সংক্রান্তে জনস্বার্থে দায়ের মামলার শুনানির সময় প্রশ্ন তুলেছিল, “বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের টিকাকরণ নিয়ে রাজ্য কী পদক্ষেপ নিচ্ছে ৷ ভ্যাকসিনেশন সেন্টার না যেতে পারলে এবং অনলাইনে রেজিস্ট্রেশন না করাতে পারলে তাদের জন্য কী ব্যবস্থা রয়েছে? গ্রামের দিকে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যে শ্রমিকরা রয়েছেন তাদের অনেকেই অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন না৷ তাঁদের ভ্যাকসিনেশন কী করে হবে ? তাদের জন্য কী পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের৷”

RELATED ARTICLES

Most Popular