চিতাবাঘ হত্যার পেছনে যাদের হাত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের দাবী জানানো হয়। না হলে আগামীদিনে বৃহত্তর আনদোলনে নামার হুশিয়ারী দদেয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলি।
পরিবেশ প্রেমি সংস্থা সলিটারি নেচার এনিম্যাল প্রটেকশান ফাউন্ডেশানের তরফে কৌস্তভ চৌধুরী বলেন, ১৭ তারিখ নকশালবাড়ির রাঙাপানি এলাকায় চিতা বাঘ উদ্ধার করতে গিয়ে তাকে যেভাবে স্থানীয়রা পিটিয়েছে ও বাঘটি যখন কাহিল হয়ে পড়ে তাকে যেভাবে গুলি করা হয়েছে তা অত্যন্ত নক্কারজনক ঘটনা। তার আরও অভিযোগ একটা বন্য প্রাণী উদ্ধার করতে গেলে যে সমস্ত নিয়ম কানুন ও পরিকাঠামো দরকার তা মেনে বাঘটিকে উদ্ধার করতে যায় নি বনদপ্তর । তিনি জানান এই ঘটনার তদন্ত করার জন্য বনদপ্তর থেকে তিনদিন সময় চাওয়া হয়েছিল কিন্তু পাঁচদিন হয়ে গেলেও এখনও তদন্তের রিপোর্ট সামনে আনা হয়নি। সেই রিপোর্ট সহ বাঘের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবী জানান তিনি। সেই সঙ্গে এই ঘটনায় দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি। লিগাল এইড ফোরামের তরফে অমিত সরকার বলেন, সাতদিনের মধ্যে যদি আমাদের দাবীগুলি মানা হয় তাহলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দাড়স্থ হবো আমরা। তাদের সাথে একমত হন নেচার অন্ড ওয়াইল্ড লাইভ অ্যাসোসিয়েশান, ন্যাভ সহ অন্যান্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।