Homeএখন খবরখড়গপুরের ভাল রবিবার, রাজ্য ও দেশের কালো রবিবার, রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে...

খড়গপুরের ভাল রবিবার, রাজ্য ও দেশের কালো রবিবার, রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে ভারত

নিজস্ব সংবাদদাতা: রবিবার দিনটা ভাল কাটল খড়গপুরের। শনিবারই ৭ আক্রান্ত নিয়ে রেকর্ড গড়েছিল খড়গপুর আশঙ্কা হচ্ছিল রবিবার আরও কোনও বড়সড় করোনা ধাক্কার। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে করে সে ধাক্কা অসম্ভব কিছুই নয় যদিও রবিবার সে অর্থে দুঃসংবাদ আসেনি কোনও। খড়গপুর মহকুমা হাসপাতালের সুপার ডঃ কৃষ্ণেন্দু মুখার্জী জানিয়েছেন, শনিবার যে ৭২ জনের নমুনা সংগ্ৰহ করা হয়েছিল তার প্রত্যেকেই নেগেটিভ। আসেনি কোনও অমীমাংসিত ফলও যে কারনে চিন্তার কোনও কারন নেই অন্তত আগামী ২৪ ঘন্টা।

রবিবার ৭ আক্রান্তের মধ্যে ২ জনকে মেদিনীপুর আয়ুষ হাসপাতালে আর বাকিদের শালবনী কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে রবিবার নমুনা সংগ্ৰহ করা হয়েছে ৫২ জনের। তবে রবিবার বিশেষ কোনও কারন না থাকলে ছুটির দিন বলে ভাইরোলজি ল্যাবে পরীক্ষা না হতে পারে সেক্ষেত্রে সোমবার এই ফলাফল না আসার সম্ভাবনা বেশি।

তবে রবিবার খড়গপুরবাসী হিসাবে স্বস্তি পেলেও পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী হিসাবে উৎকন্ঠা বাড়ার যথেষ্ট কারন রয়েছে। এদিন করোনা কালের সমস্ত রেকর্ড ছাপিয়ে নজির বিহীন আক্রান্ত ও মৃত্যুর খবর এসেছে সরকারের বুলেটিন থেকে। রবিবার সন্ধেবেলা স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন। সুস্থ হয়েছেন ৫৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। এখনও পর্যন্ত এটাই একদিনে সর্বাধিক সংক্রমণ। একদিনে এত জনের মৃত্যুও এর আগে হয়নি।

রবিবার সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া। কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪৪ জন, উত্তর ২৪ পরগনায় ২১৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১১৮ জন ও হাওড়ায় ১১১ জন। ।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। দুই জেলাতেই আট জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃত ২১ জনের মধ্যে ১৯ জনই দক্ষিণ বঙ্গের। উত্তরবঙ্গের মাত্র দু’জনের মৃত্যু হয়েছে।

রবিবারের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় হুগলিতে আক্রান্ত হয়েছেন ৬২ জন। দুই বর্ধমানে সংক্রমিতের সংখ্যা চার। পূর্ব বর্ধমানে তিন জন এবং পশ্চিম বর্ধমানে এক জনের কোভিড ধরা পড়েছে গত ২৪ ঘণ্টায়।

গত কয়েকদিনের মতো এদিনও উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদহে সংক্রমণ সর্বাধিক। সেখানে ৩৭ জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। তারপরই রয়েছে দার্জিলিং। পাহাড়ের এই জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৬ জন। এদিনের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে দুটি জেলায় নতুন কেউ সংক্রমিত হননি। সেগুলি হল বীরভূম এবং কালিম্পং।

তাৎপর্যপূর্ণ হল, গত বেশ কয়েক সপ্তাহ ধরে ঝাড়গ্রাম ছিল কোভিড শূন্য। কিন্তু গত ২৪ ঘণ্টায় জঙ্গলমহলের এই জেলাতে এক জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। তা ছাড়া পুরুলিয়ায় তিন জন, বাঁকুড়ায় ছ’জন এবং পশ্চিম মেদিনীপুরে ১১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১২৬ জন। মোট মৃত্যু হয়েছে ৭৫৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৭১১ জন। এই মুহূর্তে নভেল করোনাভাইরাস সক্রিয় রয়েছে ৬৫৫৮ জনের শরীরে।

অন্যদিকে রবিবাসরীয় সন্ধ্যায় এক ধাক্কায় রাশিয়াকে পিছনে ফেলে করোনা সংক্রমনে বিশ্বের সর্বাধিক আক্রান্তের সংখ্যায় চার নম্বর তিনে উঠে এল ভারত। বিশ্বের কোভিড তালিকায় এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পরেই ভারতের স্থান।

রবিবার গত কয়েকদিনের দৈনিক করোনা সংক্রমনের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনেই দেখা গেছে, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছুঁয়েছে। ২৪ ঘণ্টার নিরিখে যা সর্বাধিক।
রবিবার সন্ধেয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা পরিসংখ্যাণে দেখা গেছে দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯৫ হাজারের কাছাকাছি। সেই তুলনায় রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজারের কাছাকাছি।

কোভিড সংক্রমণের নিরিখে রাশিয়াকে ছাড়িয়ে গেছে ভারত। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নিরিখে এখনও বিশ্বের কোভিড তালিকার শীর্ষেই আছে আমেরিকা। মোট সংক্রামিত ২৯ লাখের বেশি। এরপরেই ব্রাজিল। আক্রান্ত ১৫ লাখ ছাড়িয়েছে। দেশে নতুন সংক্রমণ যেমন রেকর্ড করেছে, তেমনি মৃত্যুও সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় ৬১৩ জনের মৃত্যু হয়েছে ভাইরাসের সংক্রমণে। সেই সঙ্গেই দেশে মোট মৃত্যু ১৯ হাজারের গণ্ডি পেরিয়েছে।

RELATED ARTICLES

Most Popular