✒️ কলমে: বিধানেন্দু পুরকাইত
সেই কবে তৈলচিত্র ভেসে গেছে
নোনা জলে।
ভালবাসার কাব্য লেখা গান
জোয়ারের টানে
তোমাদের মৃত্যুর সাথে।
একফোঁটা ভালবাসার অনটনে
মজে গেছে শৈশব চেতনা।
কেউ ভালবেসেছে
কেউ বাসে নি।
ভালবাসা পেলে শৈশব জীবন্ত হয়।
মনোহারী গয়নায় সাজানো পুতুল
দাম ছিল
ভালবাসা ছিল না।