ওয়েব ডেস্ক : দেশে ক্রমশ ঊর্ধমুখী করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে চলতি বছরের শেষের দিকেই বিধানসভা নির্বাচন আয়োজনে আগ্রহী বিহার সরকার। তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন৷ করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই নির্বাচনের আয়োজন করতে হবে। সুতরাং এটা একটা বড়ো চ্যালেঞ্জ বলেই মনে করছেন নির্বাচন কমিশনের কর্তারা৷ সেই অনুযায়ী এবছর নির্বাচনের ক্ষেত্রে একটা বড়সড় সিদ্ধান্ত নিল কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর-নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সে অনুযায়ী যেহেতু বয়স্কদের করোনা সংক্রমণের সম্ভাবণা বেশী সেহেতু ৬৫ বছরের বেশি বয়স, এমন ভোটদাতারা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন৷ তার জন্য তাঁদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে৷
বর্তমানে বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। তবে কোনোভাবেই যাতে সংক্রমণ না ছড়ায় সে দিকে বিশেষ নজর দিতে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকাগুলির পালন করতে হবে৷ পাশাপাশি যাতে প্রতিটি বুথ এবং ভোটগ্রহণ কেন্দ্রে অতিরিক্ত ভিড় না হয় সে কথা মাথায় রেখে ভিড় এড়াতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যাও অনেকটাই বাড়ানো হচ্ছে৷ এর ফলে সামাজিক দূরত্ব বজায় রেখেই নির্বাচন পরিচালনা করা যাবে৷ প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদাতার সংখ্যা হাজার-এর নীচে রাখা হবে৷ বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩ জন। বিধানসভার বর্তমান মেয়াদ ২৯ নভেম্বর পর্যন্ত রয়েছে৷ ফলে তার আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে৷
একই দেশের বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ। ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। যদিও অন্যান্য রাজ্যের তুলনায় বিহারের আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকটাই কম। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি অনুসারে, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক হবে৷ ফলে যদি হু এর এই দাবি সত্যি হয় তবে এই পরিস্থিতিতে যদি নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে।