Homeএখন খবরচিকিৎসক দিবসে করোনা যোদ্ধাদের সম্মান জানালো খড়গপুর মেদিনীপুর, সবংয়ের দশগ্রামে চালু হল...

চিকিৎসক দিবসে করোনা যোদ্ধাদের সম্মান জানালো খড়গপুর মেদিনীপুর, সবংয়ের দশগ্রামে চালু হল হাসপাতাল পরিষেবা

নিজস্ব সংবাদদাতা: এবছরের চিকিৎসক দিবস নিশ্চিত ভাবেই অন্যরকম। করোনা আবহে চিকিৎসক ও চিকিৎসকর্মীদের আপোষহীন লড়াইকে সামনে রেখেই এবার চিকিৎসক দিবসকে অন্যভাবে উদযাপনে এগিয়ে এল মেদিনীপুর ও খড়গপুরের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলি। উদ্দেশ্য করোনা যুদ্ধের সেনানিদের সম্মানিত করা। বুধবার তাই মেদিনীপুর ক্লাব সমন্বয় কমিটির পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এর মাতৃমা ভবনে বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং সদ্যজাত শিশুদের ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রী ও তাদের মায়েদের জন্য হরলিক্স এর প্যাকেট বিস্কুট দেয়া হয় তারপরে ওইখানে কর্তব্যরত নার্স স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারবাবুদের সম্মান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে স্নেহাশীষ ভৌমিক উদয় রঞ্জন পাল শান্তনু চক্রবর্তী সুতনু চক্রবর্তী সহ অন্যান্য রা।

মেদিনীপুর শহরে এদিন ছাত্র পরিষদের উদ্যোগে সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগীদের প্রতি বছরের ন্যায় এই বছরও ফল বিতরণ করা হয় বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন ডক্টরস্ ডে হিসাবে।
জেলা যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সাইফুলের নেতৃত্বে যুব কংগ্রেসের পক্ষ হইতে যে সমস্ত ডাক্তার বাবুরা লক ডাউন পর্বে নিজেদের চেম্বার খোলা রেখে করোনা ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন, সেই সব ডাক্তারবাবুদের সম্মান জানানো হয় এবং করোনা বর্ম বা পিপিই কিট বিতরণ করা হয়।

বুধবার এগিয়ে এসেছিল পুলিশও। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কোতয়ালী থানার পক্ষে সম্মান জানান ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ইন্সপেক্টর ইনচার্জ পার্থসারথী পাল , ওসি ট্রাফিক মৃণাল সামন্ত এর নেতৃত্বে পুলিশ কর্মীরা মেডিক্যাল কলেজে গিয়ে সেখানে থাকা অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু , হাসপাতাল সুপার সহ চিকিৎসক দের হাতে ফুল , মিষ্টি তুলে দেওয়া হয়। পার্থসারথী পাল বলেন, ‘চিকিৎসকরা করোনা আবহে যেভাবে পরিষেবা দিয়েছেন এতে এদিন তাঁদের সম্মান ও শুভেচ্ছা জানাতে পেরে আমরা গর্বিত।’

এদিন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয়ের বিদ্যাসাগর সরনিতে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিএম নেতৃত্ব। জেলা সভাপতি সৌমেন খান সঙ্গী চ্যাটার্জী শান্তি দত্তর সঙ্গেই বিধান রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায় এবং জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তাপস সিনহা।
বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষ্যে করোনা পরিস্থিতিতে যারা সামনের সারিতে দাঁড়িয়ে থেকে মহামারী সাথে যুদ্ধ করছেন তাদের সম্মান জানাতে খড়গপুরে উদ্যোগী হয়েছিল জাতীয় কংগ্রেস ও তার ছাত্র যুব সংগঠন। খড়গপুর মহকুমা হাসপাতাল ও হিজলী গ্রামীন চিকিৎসা কেন্দ্র এবং রেল হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সম্মান জানান যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের নেতৃত্বরা। তুলে দেওয়া হয় ৪০টি পিপিই কিটস, ২০০ মাস্ক এবং স্মারক।
উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবাশিস ঘোষ, খড়গপুর যুব কংগ্রেস সভাপতি অমিত শর্মা, ছাত্রপরিষদের জেলা সভাপতি উজ্জ্বল মুখার্জী, রাজ্য নেতা অলোকেশ মহাপাত্র সহ একগুচ্ছ নেতা ও কর্মী।

তবে চিকিৎসা দিবসে জেলার সব চেয়ে বড় প্রাপ্তি সবংয়ের। এদিনই খুলে গেল দশগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ। শুধু সবং নয় পার্শ্ববর্তী নারায়নগড় ও পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ছোট বড় ৭০টি গ্রামের ৪০ হাজার মানুষ এখানে চিকিৎসা পরিষেবা পাবেন। পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি জানিয়েছেন, “আপাতত একজন চিকিৎসক ও ২জন নার্স এবং কয়েকজন অস্থায়ী কর্মী নিয়ে শুরু হওয়া পুরোদস্তুর এই স্বাস্থ্য কেন্দ্রে ছুটির দিন ছাড়া প্রতিদিনই খোলা থাকবে। ১০শয্যা বিশিষ্ট এই হাসপাতালের আন্তঃবিভাগও চালু হয়ে যাবে শীঘ্রই।”

RELATED ARTICLES

Most Popular