✒️ কলমে: তাপস গিরি
তোমায় না বলা কথা ফিঙ্গে রাত্রির
গহ্বরে লুকিয়ে রেখেছি
#
বকুল প্রেম বিলীন হয়েছে সদ্য ফেনার মতো
বক চোখে দেখি চাতকের তৃষ্ণা
#
নিঃসঙ্গ নিঃশব্দ ঝড়ো কাক হয়ে গেছি
#
কালো ভ্রমরের বিষ আমার পাঁপড়ি জুড়ে
মৌটুসি হয়ে এসো,
কফি রাঙা ঠোঁটে নিয়ে যাও আমার নির্যাস
#
মন জুড়ে ফেলে আসা সাতভায়া কথা
#
সুখপাখি অন্য ডালে বেঁধেছে বাসা
মাছরাঙা মন ছুঁয়ে দেখেনি জলরাশি
#
আমার রাজহংসী ঠোঁটে সাদা কথা আছে এঁটে
#
গভীরে দেখেছো কি?
মাছ চোখ দিয়ে ,কত ক্ষত আছে জমে
#
চিত কচ্ছপ হয়ে শুয়ে আছি চরে
#
যদি শবাহারি হয়ে আসো শেষ স্বাদ নিতে ।
————————- 0 ——————–