✒️কলমে: মৌপর্ণা মুখোপাধ্যায়
এইভাবেই প্রতিটি দিন
বেঁচে থাকার লড়াই বুকে নিয়ে
পুরোনো ছাতার ছিদ্র দিয়ে
একবিন্দু রোদ খুঁজতে ব্যস্ত।
কুর্চি পলাশ সুতোয় গেঁথে
জংলী মেয়ে হেঁটে যায়।
বসন্তবউড়ির দল
ঘুঙুর পায়ে নাচে।
কোন সে দূরে
মাটির টিলার ওপর পড়ে থাকা
আকাশমণির ফল
মুঠোভর্তি স্বপ্ন এনে দেয়।
লাল গামছা মাথায় বেঁধে
দুটি গোরুর সাথে
লাঙ্গল চষে বেড়ায়
রাখাল ছেলে।
লালমাটির গান
শুনতে শুনতে ভোর হয়
লাল পথ বেঁকে বেঁকে চলে যায়
মহাশূন্যের দিকে।