Homeএখন খবরস্টেশনে পড়ে থাকা মায়ের দেহ টানছে শিশু, সাহায্যের হাত বাড়ালেন শাহরুখ খান

স্টেশনে পড়ে থাকা মায়ের দেহ টানছে শিশু, সাহায্যের হাত বাড়ালেন শাহরুখ খান

ওয়েব ডেস্ক : মাত্র কয়েকদিন আগে মুজফফরপুর স্টেশনের ভাইরাল হওয়া সেই ভিডিও স্তম্ভিত করে দিয়েছিল সারা দেশকে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকা এক তরুনীকে বারবার তার ২ বছরের শিশুপুত্র আঁচল ধরে টানছে ঘুম ভাঙানোর জন্য। কিন্তু তরুনী উঠছেনা। শিশু বুঝতেই পারেনি তার মা আর কোনোও দিনই উঠবেনা। কিন্তু অবোধ শিশুটি চেষ্টা করেই যাচ্ছে মায়ের ঘুম ভাঙিয়ে খেলবে অথবা বাড়ি যাবে বলে। ভিডিওতে কখনও দেখা যাচ্ছে দুধের শিশু তার মায়ের ঘুম ভাঙাতে চাদর ধরে টানছে। কিন্তু তার মায়ের ঘুম ভাঙছে না, সে চলে গিয়েছে বহু দুরে।

তরুনীর পরিবার জানিয়েছিল গুজরাট থেকে ওই তরুনী ফিরছিল কোলের শিশুকে নিয়ে। লকডাউন হয়ে যাওয়ায় কাজ হারায় সে। এরপর শ্রমিক স্পেশালে উঠেছিল বাড়ি ফেরার জন্য। ট্রেনে পর্যাপ্ত খাবার ও পানীয়জল ছিলনা। শিশুটিকে সে বুকের দুধ খাইয়ে বাঁচিয়েছিল বটে কিন্তু মারাত্মক ডিহাইড্রেশনে সে নিজে অসুস্থ হয়ে পড়ে। ট্রেনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে। সহযাত্রী আগেই কথা বলে জানতে পেরেছিল সে কোথায় যাবে। তরুনী অচেতন হয়ে পড়লে শিশু ও লাগেজ সহ তাঁকে তারা নামিয়ে শুইয়ে রেখে গেছিল মজফ্ফরপুর স্টেশনে যেখানে মারা যায় তরুনী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছিল। শিশুটির করুণ অবস্থা দেখে চোখে জল এসেছিল নেটিজেনদের। ছোট্ট শিশুটির এই মর্মান্তিক দৃশ্য দেখে কান্না ধরে রাখতে পারেননি অভিনেতা শাহরুখ খানও। তাই তো অসহায় এই শিশুটির দায়িত্ব নিজের কাঁধে নিলেন তিনি।

জানা গিয়েছে, শাহরুখ খান তার সংস্থা মীর ফাউন্ডেশনকে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দিয়েছেন। শিশুটির পরিবারকে খুঁজে পাওয়ার পর তাকে তাদের হাতে তুলে দিয়ে শিশুটিকে যাবতীয় সাহায্য করা হবে।

এ প্রসঙ্গে মীর ফাউন্ডেশনের তরফে টুইট করে জানানো হয়, ‘’যারা শিশুটির কাছে পৌঁছতে সাহায্য করেছেন তাদের সকলের কাছে মীর ফাউন্ডেশন কৃতজ্ঞ। আমরা শিশুটির দেখভাল করছি। সেই ছোট্ট শিশুটি এখন তার দাদুর কাছে রয়েছে।’’

RELATED ARTICLES

Most Popular