নিজস্ব সংবাদদাতা: আগামী ২৯শে জুন রাজ্যের উচ্চ মাধ্যমিকের বকেয়া পরীক্ষা শুরু হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। ওই সূত্র অনুযায়ী উচ্চ মাধ্যমিকের বকেয়া তিনটি পরীক্ষা ২৯শে জুন এবং ২ ও ৬ই জুলাই করার জন্য ভাবনা চিন্তা শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও এ নিয়ে এখুনি সংসদের তরফে কোনও ঘোষনা করা হয়নি। সংসদের সূত্র বলছে আগষ্ট থেকেই কলেজের ডিগ্রি কোর্স চালু করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় গুলি। সেই লক্ষ্যে হাঁটলে পরীক্ষা শেষ করার ১ মাসের মধ্যে ফল বের করে ছাত্ৰছাত্রীদের হাতে রেজাল্ট তুলে দিতে হবে যাতে তারা কলেজ গুলিতে ভর্তি হতে পারে। আর সে কারনেই জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষা শেষ করা দরকার।
মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ” উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা গুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা হবে।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই হয়ে যাওয়া বিষয়গুলির পরীক্ষার উত্তরপত্রের নম্বর সংগ্রহের কাজ শুরু করেছে। বাকি যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই আমরা উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের চেষ্টা করব। উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি নিয়েও আমরা বিবেচনা করছি।”
কিছুদিন আগেই মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন জানিয়েছিলেন উচ্চমাধ্যমিকের বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে জুন মাসে। যদিও পরীক্ষার দিন বা সূচি ঠিক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১০ই জুন পর্যন্ত নির্দেশ মোতাবেক রাজ্যের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ রাখার ঘোষণা করা আছে। সেক্ষেত্রে রাজ্যের স্কুল খুললেই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে স্কুল শিক্ষা দফতর সূত্রে। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে ২৯ জুন, ২ ও ৬ জুলাই। তবে, কবে কী পরীক্ষা নেওয়া হবে, তা ঠিক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উল্লেখ্য রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমন ও তার জেরে চলা লকডাউন এর ফলে উচ্চমাধ্যমিকের তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। এর জেরে উচ্চমাধ্যমিকের ফিজিক্স, নিউট্রেশন,এডুকেশন, অ্যাকাউন্টেন্সি,কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক, ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস, ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এর মত বিষয়গুলির পরীক্ষা স্থগিত হয়ে যায়। সেই পরীক্ষাগুলিই নেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে সংসদ স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে। তবে সামগ্রিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ এবং লকডাউন এর পরিস্থিতি বুঝেই উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিতে চায় স্কুল শিক্ষা দফতর বলেই জানা গিয়েছে।
অন্যদিকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র সরকার জানিয়েছেন করোনা লকডাউনের কারনে তাই এবছরের বকেয়া বোর্ডের পরীক্ষা গুলি পড়ুয়ারা নিজের স্কুলে বসেই দেবে। পরীক্ষা চলাকালীন কঠোরভাবে পালন করা হবে সামাজিক দুরত্ব। সংক্রমণ রুখতেই এহেন সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র। করোনা পরিস্থিতিতে যাতায়াত কম করার জন্যই এই ব্যবস্থা।
মঙ্গলবার জাতীয় টেলিভিশনে প্রশ্ন উত্তর পর্বে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বাকি থাকা বোর্ড পরীক্ষা নিজের স্কুলেই অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হলে, বোর্ড শীঘ্রই ফলাফল প্রকাশের চেষ্টা করবে।
১৫ জুলাই বোর্ডের বাকি থাকা পরীক্ষা শেষ হবে এবং জুলাইয়ের শেষার্ধে ফলাফল ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। এইমুহূর্তে গোটা দেশে কোভিড-১৯-এর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আর সেই কারণেই কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। দীর্ঘদিন বন্ধ স্কুল কলেজ। সিবিএসই বোর্ডের বাকি থাকা পরীক্ষাগুলো কবে হবে তা কারোর জানা ছিল না। অনিশ্চয়তা নিয়ে পড়াশোনা করতে হচ্ছিল সিবিএসই বোর্ডের পড়ুয়াদের। এরপরই এহেন সিদ্ধান্ত নিল কেন্দ্র। এখন দেখার যে রাজ্যের উচ্চ শিক্ষা সংসদও কেন্দ্রের পথেই হাঁটে কিনা!