ডিজিটাল ডেস্ক: আমরা মাঝেমধ্যে এমন জায়গায় গিয়ে থাকি যেখানে নেটওয়ার্ক পরিষেবা খুব খারাপ হয় এই অবস্থায় আমরা যেকোন প্রয়োজনীয় কল করতে পারি না বা কল করলেও কথাগুলো শোনার সময় কেটে কেটে আসে এই কথা ভেবেই সমস্ত টেলিকম কোম্পানিগুলি একটি নতুন পরিষেবা শুরু করেছে যার নাম ওয়াইফাই কলিং যেটি Vo Wi-Fi নামেই পরিচিত।
যেহেতু Vo Wi-FI একটি স্টেবেল ওয়াইফাই সংযোগ ব্যবহার করে যার জন্য কলরপের কোন ঘটনা ঘটেনা
প্রথমে এই পরিষেবাটি জিও ও এয়ারটেল নিয়ে এলো এবার কিছু কিছু ডিভাইসে ভোডাফোন এ পরিষেবাটি চালু করেছে।
দেখে নেওয়া যাক Xiaomi, Redmi ও Poco এর কোন কোন ডিভাইসে ওয়াইফাই কলিং করা যাবে
জিও এয়ারটেল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যে যে ফোনে ওয়াইফাই কলিং সাপোর্ট করে সেগুলি হল-
Poco F1, Redmi Note 7 Pro, Redmi 7A, Redmi 7, Redmi Y3, Redmi K20/Mi 9T, Redmi Note 8, Note 8 Pro, Redmi Note 7, Note 9 Pro, Note 9 Pro Max,Redmi K20 Pro/Mi 9T Pro, Redmi Note 8, Note 8 Pro, Redmi Note 7, Redmi 8, 8A, Redmi 8 Dual এবং Poco X2 এর ব্যবহারকারীরায় একমাত্র ভোডাফোন এর মাধ্যমে ওয়াইফাই কলিং করতে পারবে।
আপনার ফোনে যদি ওয়াইফাই কলিং সাপোর্ট থাকে তাহলে কিভাবে একটিভ করবেন।
সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের সেটিং এ যেতে হবে সেখান থেকে সিম কার্ড ও সেলুলার ডেটা অপশনে ক্লিক করতে হবে এবং সেখান ওয়াইফাই কলিং এর অপশন পাবেন সেখান থেকে সেটিকে অন করে নিতে হবে।
আইওএস ব্যবহারকারীরা প্রথম সেটিং এ যান তারপর ফোন অপশন এ গিয়ে ওয়াইফাই কলিং অ্যাক্টিভ করুন।