ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ ছাড়া এখন কার জনজীবন প্রায় অচল । হোয়াটসঅ্যাপ মাঝে মাঝেই নানা রকমের আপডেট এনেই থাকে। যেহেতু করোনা ভাইরাস এর ফলে সমস্ত দেশজুড়ে চলছে লকডাউন , বিশেষ কোন কারণ ছাড়া বাইরে বেরোনো একেবারেই নিষেধ। তা বলে কি বন্ধুদের সাথে কথা বলা যাবে না ।
এই কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ একটি নতুন আপডেট এনেছে । সেটি হল এবার থেকে বন্ধুদেরকে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ভিডিও কল করতে পারেন।
এর জন্য সর্বপ্রথম আপনাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে সেখানে আপনাদের বন্ধুদেরকে এড করে নিতে হবে তারপর আপনি গ্রুপের ঠিক উপরে একটি ভিডিও কলের অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনি ভিডিও কল করতে পারবেন। আপনার সমস্ত বন্ধুদের সাথে কিন্তু এক্ষেত্রে কেবল মাত্র চারজন বন্ধুকে আপনি একসাথে ভিডিও কল করতে পারবেন।
টুইট করে একথা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটি ক্ষেত্রেই এই সুবিধাটি আপনি নিতে পারেন তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট 2.20.108 ভার্সন এ আপডেট করে নিতে হবে। এর আগেও গুজব আটকাতে হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার যোগ করেছে যেটিতে একটি ফরওয়ার্ড মেসেজ একবারের বেশি ফরওয়ার্ড করা যাবে না। এর ফলে কেও একটি মেসেজ কে বার বার ফরোয়ার্ড করতে পারবে না।