Homeএখন খবররাস্তায় রিমা আকাশ শ্রাবণী শান্তনুরা, নির্ভয়ে ভিকি টমি কালু লালুর দল

রাস্তায় রিমা আকাশ শ্রাবণী শান্তনুরা, নির্ভয়ে ভিকি টমি কালু লালুর দল

নিজস্ব সংবাদদাতা: রাতারাতি বদলে গেছে চেনা দুনিয়া, পথ থেকে হাওয়া হয়ে গেছে মানুষ। রাস্তায় বাইক নেই, চারচাকা গাড়িও নেই ফলে মদ্যপ বা বেপরওয়া চালকদের জন্য গাড়ি চাপা পড়ার ভয়ও নেই। গোটা রাস্তা জুড়েই ওরা, গোটা রাস্তাই ওদের কিন্তু তাতে স্বস্তি কোথায় ? মানুষ রাস্তায় না নামায় সব চেয়ে বিপদে ওরাই কারন মানুষ নেই বলে ওদের খাবার নেই। খড়গপুর আর মেদিনীপুর শহরের হাজার হাজার পথ কুকুরের দল এভাবেই সংকটের মুখে না খাবার পেয়ে ধুঁকতে ধুঁকতে মারাই যেত না যদি এগিয়ে আসতেন দুই শহরের কয়েকজন মানুষ ও কিছু সংগঠন। লকডাউনের পর পথ কুকুরদের বাঁচানোর জন্য দু-বেলা খাবার নিয়ে হাজির এঁরা।

পশুপ্রেমী এবং মেদিনীপুর শহরের অন্যতম নৃত্য শিল্পী রিমা কর্মকার জানালেন, ” পথের কুকুরদেরও ভাগ রয়েছে। একদল কুকুর পথে থাকলেও গৃহস্থের বাড়ির ওপর নির্ভরশীল কিংবা চা বিস্কুটের দোকান। অন্য একটি দল নির্ভর করে হোটেল রেস্তোরাঁ প্রভৃতি খাবার দোকানের ওপর। বিপদের মুখে পড়েছে সব চেয়ে বেশি এরাই কারন সব বন্ধ। আমরা মূলত এদের ওপরেই বেশি নজর দিচ্ছি। রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কাজ চলছে এদের কাছে। এই কাজে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। যেমন শ্রাবনী মহাপাত্র নামে এক গৃহবধূ ২৫০কুকুরের জন্য রান্না করে দিয়েছেন। আমরা এবার প্রায় ৪০০ কুকুরের খাবার দেওয়ার উদ্যোগ নিচ্ছি। ”

আকাশ পাইন নামে আরেকজন জানালেন, শুধুই খাবার নয়, এই সময় পশুদের চিকিৎসা পরিষেবা দেওয়াটাও জরুরি। খাবার দেওয়ার পাশাপাশি সেই কাজটাও করে চলেছে মিডনাপুর-খড়গপুর স্ট্রিট অ্যানিমেল লাভার্স। একই ভাবে শহরের কুকুরদের জন্য খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে আন্তরিক নামে আরেকটি সংগঠনও। সংগঠন নেই কিন্তু একা একাই কাজ করছেন মেদিনীপুর শহরের শান্তনু দাস সহ আরও বেশ কয়েকজন ব্যক্তি। নিজের বাড়িতে রান্না করে একেকজন দেড়শ থেকে দু’শো কুকুরকে খাবার বিলি করছেন দু’বেলা।

রাস্তায় যেমন নেমেছে আন্তরিক বা মিডনাপুর-খড়গপুর স্ট্রিট অ্যানিমেল লাভার্স য়ের মত সংগঠনগুলির সদস্যরা আবার শান্তনু দাসেরা মত ব্যক্তিরা একক উদ্যোগ নিয়েই। আবার রাস্তায় নামতে পারেননি কিন্তু বাড়িতে কুকুরদের জন্য রান্না করে পশুপ্রেমীদের হাতে খাবার তুলে দিচ্ছেন কেউ কেউ। আবার অনেকে চাল ডাল টাকা বাড়িয়ে দিচ্ছেন। সব মিলিয়ে যেন কপাল খুলে গেছে ভিকি টমি কালু লালুদের।

RELATED ARTICLES

Most Popular