Homeএখন খবরSiliguri Arrested : কাটিহারের মেয়র খুন কাণ্ড,শিলিগুড়ি থেকে গ্রেপ্তার মুল অভিযুক্ত

Siliguri Arrested : কাটিহারের মেয়র খুন কাণ্ড,শিলিগুড়ি থেকে গ্রেপ্তার মুল অভিযুক্ত

নিউজ ডেস্ক: প্রতিবেশি রাজ্য বিহারের কাটিহার পুর কর্পোরেশনের মেয়র শিবরাজ পাসোয়ান খুনের ঘটনায় মূল অভিযুক্তকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সাকেত শুভম ওরফে তারে।তার বয়স ২৪ বছর। শনিবার রাতে কাটিহার পুলিশের একটি দল শিলিগুড়ি কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের সহযোগিতায় মিলনপল্লি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে।

ধৃত সাকেত শুভম এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে ছিল বলে জানা যায়।শনিবার রাতে বিহার পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সহযোগীতা নিয়ে ২৬ নম্বর ওয়ার্ড থেকে সাকেতকে গ্রেপ্তার করে। অভিযোগ, গত ২৯ জুলাই কাটিহারের সন্তোষনগর চক ড্রাইভার তলায় পুজো দিতে যাওয়ার সময় শিবরাজ পাসোয়ানকে গুলি করে খুন করা হয়। ঘটনায় চারজনকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল।

অভিযোগ, সাকেত শুভম বন্দুক থেকে সরাসরি শিবরাজ পাসোয়ানের দিকে তাক করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ। ঘটনার নেপথ্যে মোট ১২ জন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।রবিবার তাকে শিলিগুড়ি আদালতে তুলে ট্রানজিট রিমাণ্ডে কাটিহার নিয়ে যাওয়া হয়।

এর আগে বালুরঘাটের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । বালুরঘাটের হিলিতে দুস্কৃতিদের গুলিতে প্রাণ হারান স্বর্ণব‍্যবসায়ী প্রদীপ কর্মকার। ঘটনার তদন্তে নেমে বাগডোগরার লাইফলাইন এলাকায় ফাঁদ পেতে এক দুস্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের হিলি পুলিশ ও বাগডোগরা পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য মেলে। ধৃতের নাম শুভম কুমার।

RELATED ARTICLES

Most Popular