নিউজ ডেস্ক: পরিত্যক্ত ব্যাগ উদ্ধার ঘিরে বোমাতঙ্ক ছড়াল শিলিগুড়ির জংশন এলাকায়। রবিবার সকালে তেনজিং নোরগে বাস টার্মিনাসে ঢোকার মুখে ট্রাফিক গার্ডের পাশেই ব্যাগটি অনেক্ষণ ধরেই পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যাগ ঘিরেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে পৌঁছোয় পুলিশ ও বম্ব স্কোয়াড। ব্যাগটি পরীক্ষা করা হলেও তা থেকে কেবল জামাকাপড় ও একটি প্রেসার কুকার মেলে।
রবিবার সকালে শিলিগুড়ির ব্যস্ততম রাস্তা জংশন ট্রাফিক গার্ডের অফিসের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশ কর্মীরা। সন্দেহ হয় তাঁদের। এরপরই প্রধাননগর থানায় খবর দেওয়া হয়। ওই ব্যাগটিকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিষয়টি সিআইডি-কেও জানানো হয়েছিল। দুপুরে বম্ব স্কোয়াড আসার পর পাশে থাকা তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের গেট বন্ধ করে দেওয়া হয়। এনবিএসটিসির বাস চলাচলও বন্ধ রাখা হয়েছিল।
প্রধাননগর থানার পুলিশ এসে বাস টার্মিনালের গেট আটকে দেয়। পাশাপাশি ব্যাগের চারপাশে ব্যারিকেড লাগিয়ে খবর দেয় দমকলকে। বোম স্কোয়াড টিম দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা ও তল্লাশির পর ব্যাগ থেকে প্রেসার কুকার ও জামা কাপড় উদ্ধার করে। উদ্ধার হওয়া সমগ্রী প্রধান নগর থানায় নিয়ে যায় পুলিশ।পরে জানা যায়, ব্যাগটি একটি মহিলার। তিনি মাদারিহাট যাচ্ছিলেন। সেখানে ব্যাগটি রেখে চলে যান তিনি।
সম্প্রতি প্রধাননগর পোস্ট অফিসে একটি পার্সেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়েছিল শিলিগুড়িতে। পার্সেল থেকে আচমকা ধোঁয়া বের হতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রধাননগর থানার পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড-সহ সিআইডি আধিকারিকরা। এরপর ওই পার্সেল থেকে কিছু বিস্ফোরক ও কার্তুজ উদ্ধার হয়।