নিউজ ডেস্ক: শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর এবং বর্তমান বিজেপি নেত্রী শিখা রায়ের স্বামী উদয় রায়য়ের মৃতদেহ তার বাড়ির সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ।যা নিয়ে ক্রমশ দানা বাঁধছে রহস্যের।এদিকে ঘটনাটি ঘিরে এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ।
প্রধান নগর থানার পুলিশ মঙ্গলবার সকালে শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের বিজেপি নেত্রী শিখা রায়ের বাড়ির ছাদ থেকেই তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে।
এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে প্রধান নগর থানা পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়।
নিহত উদয় রায়ের স্ত্রী শিখা রায় জানিয়েছিলেন যে পরিবারে সবকিছু ঠিকঠাক চলছিল। উদয় রায় এর কোনও সমস্যাই ছিল না।তবে তিনি প্রায়শই অসুস্থ থাকতেন বলে জানিয়েছেন শিখা দেবী।তার জন্য তিনি সর্বদা উদ্বিগ্ন ছিলেন।সোমবার রাতে সবকিছু ঠিকঠাক ছিল।
মঙ্গলবার সকালে, স্থানীয় লোকেরা প্রথমে তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।তবে কেন তার স্বামী এই পদক্ষেপ নিয়েছেন, তারা কিছুই জানেন না।স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তারা যখন সকালে ওঠেন তখন তারা পাশের বাড়ির ছাদে শিখা দেবীর স্বামী কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।এই দৃশ্যটি দেখে লোকজনের ভিড় জমে যায়।
কিন্তু প্রশ্ন এখানেই কেন কেউ এভাবে আত্মহত্যা করবে।পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম দেখাতে এটি একটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।কিন্তু মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই ।তবেে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। । পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।