Homeএখন খবরদাসপুরের পঞ্চায়েত অফিস থেকে চুরি ৬টি ল্যাপটপ,স্ক্যানার মেশিন! সিসিটিভির হার্ডডিক্সটি খুলে বেমালুম...

দাসপুরের পঞ্চায়েত অফিস থেকে চুরি ৬টি ল্যাপটপ,স্ক্যানার মেশিন! সিসিটিভির হার্ডডিক্সটি খুলে বেমালুম প্রমান লোপাট বুদ্ধিমান চোরের

নিজস্ব সংবাদদাতা: একটা দু’টো নয় ছ ছ’টা ল্যাপটপ চুরি করে গ্রাম পঞ্চায়েতকে কার্যত খোঁড়া করে দিয়ে গেল চোর। সঙ্গে সিসিটিভি ফুটেজ সঞ্চয় করে রাখার হার্ডডিক্স নিয়েও চম্পট দেওয়ার ঘটনা ঘটায় চোর বা চোরেদের সন্ধান পেতে পুলিশকে যথেষ্ট বিপাকেই পড়তে হবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার সকালে গ্রাম পঞ্চায়েত খুলে এমনি ঘটনার সম্মুখীন হতে হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ের কর্মীদের।

অনুমান করা হচ্ছে যে ঘটনাটি বৃহস্পতিবার রাতেই ঘটেছে কারন শুক্রবার কার্য্যালয় খোলার পর বিষয়টি জানাজানি হয়। খবর যায় দাসপুর পুলিশে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। দেখা যায় জানালার রড কেটে দপ্তরের ভিতরে প্রবেশ করে অফির রুম ও প্রধানের রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চুরি করা হয়েছে। জানা গেছে শুক্রবার ওই গ্রাম পঞ্চায়েতের এক কর্মী মিলনবিথী সাহা অফিসের তালা খুলে বিষয়টি প্রথম দেখতে পান। তাঁর কাছ থেকেই প্রধান সহ অন্যান্যরা খবর পান চুরির বিষয়ে।

গ্রাম পঞ্চায়েতের এক আধিকারিক জানিয়েছেন, এখনও অবধি দেখতে পাচ্ছি দপ্তরের ৬ টি ল্যাপটপ,একটি স্ক্যানার মেশিনেইর সঙ্গে দুষ্কৃতিরা পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্টোরেজের জন্য হার্ডডিক্সটিও নিয়ে গেছে। ল্যাপটপ গুলিতে বহু ধরনের তথ্য, মাষ্টার প্ল্যান ইত্যাদি ছিল। এছাড়াও বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত নথি ছিল। হয়ত এসবই আমরা ধিরে ধিরে অন্য জায়গা থেকে উদ্ধার করতে পারব কিন্তু এখুনি কাজ করার ক্ষেত্রে ধকল পেতে হবে।

মাত্র কিছুদিন আগেই দাসপুর ২ ব্লকেরই রানীচক গ্রাম পঞ্চায়েতেও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিল,ফের অপর একটি গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে চুরির ঘটনায় সরকারি দপ্তরগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি খুবই নিখুত পরিকল্পনা নিয়ে একই ব্যক্তি বা দলই যে এই কাজ করছে সেটাও মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular