Homeএখন খবরউলুবেড়িয়ায় কারখানার ছাউনি ভেঙে মৃত শ্রমিক, মৃতদেহ নিয়ে কারখানার গেটে বিক্ষোভ

উলুবেড়িয়ায় কারখানার ছাউনি ভেঙে মৃত শ্রমিক, মৃতদেহ নিয়ে কারখানার গেটে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: কারখানার কর্তৃপক্ষ যথাযথ নিরপত্তা বিধি না মানায় অকালে মৃত্যু হয়েছে শ্রমিকের এই আভিযোগ তুলে এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকের মৃত দেহ নিয়ে কারখানার সামনে বিক্ষোভ দেখালো কয়েকশো শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় এই বিক্ষোভকে ঘিরে উত্তাল হয়ে ওঠে কারখানা সংলগ্ন এলাকা। পরিস্থিতি মোকাবিলায় ছুটে আসতে হয় বিশাল পুলিশ বাহিনীকে।

 

শ্রমিকদের দাবি, শুক্রবার দুপুরে উলুবেড়িয়া কুলগাছিয়ায় একটি পাইপ তৈরীর কারখানার ছাউনি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কর্মরত এক শ্রমিকের ওপর। তাঁকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করে আহত শ্রমিককে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । পরে মৃত দেহ ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃত শ্রমিকের নাম গোলক সামন্ত (৫৭)। বাড়ি বীরশিবপুর বলরামপুরে।

 

শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে একে একে শ্রমিকরা জড়ো হয় কারখানা চত্বরে। তাঁরা কারখানা কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা দাবি করে। কিন্তু কারখানার কর্তৃপক্ষ প্রথমে কোন রকম সহযোগিতা করতে চাননি। এরপরই ক্রুদ্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। ক্ষতিপুরনের দাবিতে শুরু হয় বিক্ষোভ। সন্ধ্যায় ময়নাতদন্তের পর মৃতদেহ হাতে পেলে মৃতের পরিবারের লোকজন শ্রমিকদের সঙ্গে মৃতদেহ নিয়ে কারখানার সামনে বিক্ষোভ দেখায় । ঘন্টা দুয়েক ধরে চলে বিক্ষোভ। পরে কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপুরনের আস্বাস দিলে বিক্ষো ভ বন্ধ হয়। পুলিশ পরিস্থিতি শান্ত করে।

RELATED ARTICLES

Most Popular