নিজস্ব সংবাদদাতা: করোনা সতর্কতায় মানুষকে বেশ্যাপল্লীতে না যাওয়ার জন্য অনুরোধ করল পুলিশ এবং স্থানীয় প্রশাসন। শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার কুলটি থানার লছিপুর নিষিদ্ধ পল্লী পুলিশ এবং প্রশাসনিক অধিকর্তারা গিয়ে একটি বিশেষ সভার আয়োজন করেন। উদ্দেশ্য ছিল এই পেশার সংগে যুক্ত মহিলাদের করোনা নিয়ে সচেতনতা বিষয়ে বিশেষ বার্তা দেওয়া। প্রায় শ’খানেক যৌনকর্মী উপস্থিত ছিলেন ওই সভায়। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা তাঁদের কাছে আবেদন জানান, কিছুদিনের জন্য তাঁরা এই পেশা বন্ধ রাখুন।
প্রশাসনের আধিকারিকরা বলেন, ” শিল্পাঞ্চলের এই এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ির চালক, খালাসি, শ্রমিক ইত্যাদি বহু মানুষ আসেন। তাঁরা কী অবস্থায় , কেমন অবস্থায় আসছেন এটা জানা সম্ভব নয়। এঁদের ওপর নজরদারিও করা সম্ভব নয়। সমস্যা হচ্ছে যদি এখানে কোনও করোনা আক্রান্ত ব্যক্তি আসেন তবে তার মারফৎ গোটা এলাকায় করোনা ছড়িয়ে পড়তে পারে। আর সেটা কেবলমাত্র এই এলাকায়াতেই সীমাবদ্ধ থাকবেনা। ছড়িয়ে পড়বে আসানসোল হয়ে গোটা রাজ্যেই। সেই কারনে আমরা এঁদের ক’দিনের জন্য বিরত থাকার অনুরোধ করেছি।”
পাশাপাশি এদিন ওই এলাকায় মাস্ক বিতরন করা হয়। বিস্তারিত ভাবে জানানো হয় কী করা উচিৎ আর কী করা উচিৎ নয়। আলোচনার পর যৌনকর্মীরা জানান যে পরিস্থিতি বিচার করে তারা এই ব্যবসা আপাতত বন্ধ রাখছেন ঠিকই কিন্তু তাঁদের জীবন ধারন সংকটে। এ বিষয়ে সরকার উদ্যোগ নিলে ভাল হয়। বিষয়টি ভেবে দেখা এবং সরকারকে জানানো হবে বলে আধিকারিকরা আশ্বাস দিয়েছেন। এরপরই পুলিশের পক্ষ থেকে মাইক প্রচার করে জানিয়ে দেওয়া হয় যে আপাতত বন্ধ রাখা হচ্ছে বেশ্যাপল্লী।