Homeএখন খবরFake Judge: এবার জালে ভুয়ো বিচারক! কোটি টাকা জালিয়াতির অভিযোগ সহ শিলিগুড়ি...

Fake Judge: এবার জালে ভুয়ো বিচারক! কোটি টাকা জালিয়াতির অভিযোগ সহ শিলিগুড়ি পুলিশের হাতে গ্রেপ্তার জালিয়াত

নিউজ ডেস্ক: রাজ্য এবার কেউ ভুয়োশ্রী পুরস্কার চালু করলে অবাক হওয়ার কিছুই নেই। কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত চলছে। গ্রেপ্তার হচ্ছে ভুয়ো আধিকারিকের সহযোগীরা। তারপর ভুয়ো সরকারি আইনজীবী থেকে ভুয়োর ছড়াছড়ি। এবার মিলল ভুয়ো বিচারককে।নীলবাতি লাগানো গাড়িতে চড়ে নিরাপত্তারক্ষী নিয়ে বিচারক এবং শুল্ক দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে কষতেন প্রতারণার ছক।

অভিযোগ, নিজেকে ‘বিচারক’ হিসাবে পরিচয় দিয়েই শিলিগুড়িতে ব্যবসায়ীর কাছ থেকে ৯১ লক্ষ টাকা প্রতারণা করেন সমীর দুবে নামে এক ব্যক্তি। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের এক সঙ্গীও গ্রেফতার হয়েছে।সমীর কুমার দুবে নিজেকে কিশানগঞ্জ আদালতের অ্যাডিশনাল সেশন জজ হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি সে নিজেকে অকশন অফিসার হিসেবেও পরিচয় দেয়। বিহারের কিশানগঞ্জ থেকে প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ। গ্রেফতার হয়েছে তার এক সহযোগীও। তার বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলায়।

পুলিশের বাজেয়াপ্ত করা গাড়ি অকশনের বরাত পাইয়ে দেওয়ার নাম করে শিলিগুড়ির তিন ব্যবসায়ীর কাছ থেকে ৯১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে। গোয়েন্দা পুলিশের হাতে তার এক সহযোগী গ্রেপ্তার। তার নাম ফায়েক আলম।ধৃতদের কিশানগঞ্জ আদালতে তুলে তিনদিনের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসে পুলিশ।তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার অভিযুক্তদের জলপাইগুড়ি আদালতে তুলে হেপাজতে নেবে পুলিশ।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিডি) রাজেন ছেত্রী বলেন,অভিযোগের ভিত্তিতে দুজন গ্রেপ্তার হয়েছে।তাদের শিলিগুড়িতে আনা হয়েছে।শিলিগুড়ির তিন ব্যবসায়ী মুকেশ সিংহল,বিমল ডালমিয়া,উত্তম আগরওয়ালকে প্রতারণার ফাঁদে ফেলে এই ভুয়ো বিচারক বলে অভিযোগ।

শিলিগুড়ির দুই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে লক্ষাধিক টাকা নেওয়ার পাশাপাশি আরও অন্য এক ব্যবসায়ীর থেকে পাঁচ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2019 সাল থেকে কিশানগঞ্জে আরো পাঁচটি প্রতারণার মামলা রয়েছে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular