Homeএখন খবরপশ্চিম মেদিনীপুর খড়গপুর ও ঝাড়গ্রামে চিকিৎসক দিবস পালন করল বিভিন্ন সংগঠন

পশ্চিম মেদিনীপুর খড়গপুর ও ঝাড়গ্রামে চিকিৎসক দিবস পালন করল বিভিন্ন সংগঠন

নিজস্ব সংবাদদাতা : ১লা জুলাই প্রথিতযশা চিকিৎসক তথা বাংলার প্রবাদ প্রতিম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিবস জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে থাকে সারা দেশেই। যদিও এই দিনটির সঙ্গে বাংলার ও বাঙালির আবেগ ভিন্ন মাত্রায়। দিনটির সঙ্গে জড়িত থাকে বিধান চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধাও। সেই সবকিছু মিলিয়েই আজ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জুড়ে বিভিন্ন আঙ্গিকে দিনটিকে পালন করলেন রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলি।

এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, খড়্গপুর শহর বিজ্ঞান কেন্দ্রের নবগঠিত বিজ্ঞান সভা, সাঁজোয়াল-পুরাতন বাজার বিজ্ঞান সভার উদ্যোগে অতিমারী কালে সমাজের প্রান্তিক স্তরের পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের এই বিজ্ঞান সভা তুলে দিল খাতা, পেন ও খাদ‍্যসামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক মাননীয় নন্দদুলাল ভট্টাচার্য্য, জেলা জন স্বাস্থ্য উপসমিতির আহ্বায়ক ও জেলা সম্পাদক মন্ডলীর সদস‍্য ড. বাবুলাল শাসমল, জেলা সম্পাদক মন্ডলীর সহ সভাপতি ড. সুধাপদ বসু, জেলা সম্পাদক মন্ডলীর সদস‍্য মাননীয় সৌমেন সন্ডল, জেলা কাউন্সিল সদস‍্য মাননীয় প্রভাস রঞ্জন ভট্টাচার্য্য, কৌশল‍্যা বিজ্ঞান সভার সম্পাদক মাননীয় অভিজিৎ মাইতি, নতুন সভার যুগ্ম আহ্বায়ক মাননীয় অদ্বৈত প্রধান, মাননীয়া সাগরিকা বিশাল ও অন্যান্য সদস‍্যগন। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন খড়্গপুর শহর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক ও জেলা কমিটির সদস‍্য গোপাল হরি বসু।

পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু ওয়ার্ডে ফল বিতরণ করা হয়। এই কর্মসূচী তে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা কুণাল ব্যানার্জী, পার্থ ভট্টাচার্য,নারায়ণ দেব, নিতাই রক্ষিত, নেত্রী মান্তু আহমেদ , জেলা যুব কংগ্রেস এর সভাপতি মহম্মদ সইফুল , সহ সভাপতি সুহাশিস পাণ্ডা ,জেলা ছাত্রপরিষদ এর নেতা অনুপম ভট্টাচার্য , সেখ রাজু সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজেই অন্য আরেকটি অনুষ্ঠানে অধ্যাপক চিকিৎসকদের হাতে গোলাপফুল ও কৃতজ্ঞতাপত্র তুলে দেন আম আদমি পার্টির পশ্চিম মেদিনীপুর শাখার সদস্যরা।

খড়গপুর শহরের অন্য একটি অনুষ্ঠানে ক‍রোনা মহামারীতে যেমস্ত চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাদের আজ সন্মানিত করে যতীন মিত্র স্মৃতি রক্ষা কমিটি। ২টি পৌরস্বাস্থ‍্য কেন্দ্র রাজগ্ৰাম ও টাউনহলের সমস্ত স্বাস্থ্য কর্মীদের তাদের নিরবচ্ছিন্ন সেবার জন্য সন্মানিত করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এই সন্মান পেয়ে খুশি। উপস্থিত ছিলেন যতীন মিত্র স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা।

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা গ্রামীণ হাসপাতালের সমস্ত ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা জানালো গড়বেতার সিভিল আর্মি নামে সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্যরা। গড়বেতা এলাকায় মহামারী করোনার প্রথম এবং দ্বিতীয় সংক্রমনের মাঝে সাধারণ মানুষের সহযোগিতায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সিভিল আর্মি গ্রুপের সদস্যরা।
অন্যদিকে বেলদা করোনা হেল্প ডেস্কের পক্ষ থেকে বেলদা গ্রামীণ হাসপাতাল এবং এলাকার বিশিষ্ট চিকিৎসকদের সংবর্ধনা জানানো হয়। দাঁতন ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে দাঁতন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সংবর্ধনা জানানো হয়।

এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয় গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে। থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথি দে এবং সুব্রত সামন্ত এর নেতৃত্বে পুলিশ কর্মীরা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের হাতে ফুলের তোড়া এবং মিষ্টি তুলে দিয়ে সম্মানিত করেন।
অন্যদিকে জাতীয় চিকিৎসক দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে রক্তদান শিবিরের আয়োজন করেলেন ১৫ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট,নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক আনিসুর রহমান,, নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ, নারায়ণগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায় চৌধুরী, রক্তদান কর্মসূচির প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন গৌতম দোলাই প্রমুখ।

ঝাড়গ্রাম জেলার জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এবং সাঁকরাইল ব্লক এডুকেশন এন্ড রুরাল ডেভেলাপমেন্ট সোসাইটির উদ্যোগে সাঁকরাইল ব্লকের কুলটিকরী এবং ভাঙ্গাগড় হাসপাতালের ১২জন চিকিৎসককে সম্বর্ধনা দেওয়া হয়। সাঁকরাইল ব্লক এডুকেশন এন্ড রুরাল ডেভেলাপমেন্ট সোসাইটির কর্নধার শ্রী সর্বেশ্বর মহাপাত্র এবং কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের সম্পাদক মিঠুন বারিক,অধ্যাপক অভীক চন্দ ডাক্তার বাবুদের কোভিড পরিস্থিতিতে সমাজের সকল স্তরের মানুষকে সুস্থ রাখার নিরলস প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

Most Popular