Homeআবহাওয়াআজ খড়গপুর -মেদিনীপুর-ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! উত্তরবঙ্গে অতি ভারী...

আজ খড়গপুর -মেদিনীপুর-ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত

নিজস্ব সংবাদদাতা: ভ্যাপসা গরমের মধ্যে সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। জানিয়েছে দক্ষিণবঙ্গের সঙ্গে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে খড়গপুর মেদিনীপুর ও ঝাড়গ্রামে। উল্লেখ্য বুধবার বিকালের পর থেকেই সামান্য শীতল হয়েছিল খড়গপুর ও মেদিনীপুরের তাপমাত্রা। রাতে ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়েছিল। ঠান্ডা হাওয়া কিছুটা প্রাণ জুড়ায় দুই শহরেরই। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকলেও
গুমোট রয়েছে অসহ্য। তারই মধ্যে আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তি হয়ে এসেছে খড়গপুর মেদিনীপুর বাসীর মনে।

বৃহস্পতিবার খড়গপুর ও মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দুই জায়গাতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৬৮ শতাংশ। ঝাড়গ্রামের সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। অরণ্য শহরে বাতাসে আর্দ্রতার পরিমান রয়েছে ৬৩শতাংশ। এমনিতেই সকাল থেকেই কলকাতা ও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে এদিন কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হওয়ার সম্ভবনা রয়েছে। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে কার্যত ভাসছে উত্তরবঙ্গ। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৫ দিন উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে নদীর জলস্তর বাড়তে পারে। নীচু এলাকা জলমগ্ন হতে পারে।

RELATED ARTICLES

Most Popular