Homeএখন খবরদেড়শ টাকায় চারশ এম.এল গোমূত্র, করোনা রুখতে বিজেপি নেতাদের ভরসায় তারই এক...

দেড়শ টাকায় চারশ এম.এল গোমূত্র, করোনা রুখতে বিজেপি নেতাদের ভরসায় তারই এক চামচ খেয়ে হাসপাতালে ঝাড়গ্রামের ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা: মায়াপুর বেড়াতে গিয়ে দেড়শ টাকা দিয়ে চারশ মিলি লিটার বোতলবন্দী গোমূত্র কিনেছিলেন তিনি। ভরসা সর্ব রোগের মহৌষধ হল গোমূত্র। এরপর টিভিতে প্রায় দেখছিলেন বিজেপি নেতাদের নিদান যে গোমূত্র পান করলে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। তাই এক চামচ গোমূত্র আর এক গ্লাস জলপান করে বর্তমানে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন ঝাড়গ্রাম শহরের ৪২বছর বয়সী শিবু গড়াই । পেট, বুক আর মাথা জ্বালা করছে তাঁর। চিকিৎসকরা অ্যান্টি ডোজ দিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করছে।

 

বুধবার দুপুরে এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম শহরে। অনেকে আবার লুকিয়ে চুরিয়ে দেখেও যাচ্ছেন গোমূত্র সেবী ওই ভক্তকে। নেটিজেনদের অনেকেই আবার মোবাইলে বন্দী করছেন তাঁকে। সন্দেহ নেই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে বিষয়টি নিয়ে।

 

জানা গেছে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের জামদা এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী শিবু গড়াই দিন ১৫ আগে বন্ধুদের সঙ্গে দুদিনের জন্য মায়াপুর বেড়াতে গিয়েছিল । সেখান থেকে দেড়শ টাকা দিয়ে ৪০০ এমএল গোমূত্র কিনেছিলেন তিনি । মঙ্গলবার সন্ধ্যায় করোনা ভাইরাসের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য ওই গোমূত্র সিসি থেকে এক ছিপি গোমূত্র খেলে ফেলে সাথে এক বোতল জল । তারপরেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। শুরু হয় পেট জ্বালা, বুক জ্বালা মাথা যন্ত্রণা । শিবুর পরিবার জানায় অবস্থা এমনই হয় যে, জীবন যায় যায় অবস্থা। এরপরই পরিবারের সদস্যরা তাঁকে কে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিবুর ইসিজি করান এবং হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন চিকিৎসক । বর্তমানে শিবু এখন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ডে চিকিৎসাধীন ।

 

শিবু দাবি করেছেন, টিভির পর্দায় বারে বারে করোনা ভাইরাস রুখতে বিজেপির বহু নেতা সাধারণ মানুষকে গোমূত্র পান করাচ্ছেন এই বিষয়টি দেখে শিবু প্রভাবিত হয়ে করোনা ভাইরাস রুখতে গোমূত্র পান করেছিলেন। বিজেপির কট্টর সমর্থক শিবু সাংবাদিকদের বলেন , টিভিতে এবং সংবাদমাধ্যমে আমি বহুবার দেখেছি গোমূত্র খেলে করোনা ভাইরাস আক্রান্ত কেউ হবেনা । বিজেপির অনেক নেতা কলকাতার মানুষকে গোমূত্র খাইয়ে করোনা ভাইরাস থেকে রক্ষা করছে । এই ভেবে আমি এক ছিপি গো-মূত্র খেয়ে ফেলেছিলাম । তারপরেই আমার বুক জ্বালা ও পেট জ্বালা শুরু হয় মাথা ঘোরাতে থাকে।  তারপরে আমি হাসপাতালে ভর্তি হয়েছি এখন আমি যথেষ্ট ভালো রয়েছি । তিনি এও স্বীকার করেন যে এই ধরনের ভুল কাজ আর কখনো করবেন না ।

 

ঝাড়গ্রাম জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, এটি একটি মারাত্মক অবৈজ্ঞানিক ধারনা যার জেরে হয়ত এই মুহূর্তে জীবন রক্ষা পেল তাঁর। তবে এর ফলে অন্য রোগেও আক্রান্ত হতে পারেন তিনি। এই অবৈজ্ঞানিক ধারনার বশবর্তী হওয়া একদমই উচিৎ নয়।
পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই গোমূত্র পানের নিদান দেওয়ায় কয়েকজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। এ ক্ষেত্রেও মায়াপুরের কোন কোন দোকানে গোমূত্র বিক্রি হচ্ছে তার খোঁজ নিচ্ছে সরকার।

RELATED ARTICLES

Most Popular