নিজস্ব সংবাদদাতা: এবার থানায় ঢুকতে হলে হাত ধুয়ে ঢুকুন। থানায় ঢোকার মুখেই গেটের ডান দিকে রাখা আছে বেসিন আর সাবান। সেখানেই হাত ধুয়ে ঢুকতে হবে আভিযোগকারীকে। মঙ্গলবার থেকেই এমনই দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা থানায়। যদিও পুলিশ সূত্রে জানা গেছে শুধুই চন্দ্রকোনা নয় এই একই পদ্ধতি গ্রহন করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের ২১টি থানাতেই।
পশ্চিম মেদিনীপুর পুলিশ জানিয়েছে, এটি একটি সতর্কতা মূলক ব্যবস্থা যার উদ্দেশ্য হল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সর্বস্তরের মানুষকে একটা বার্তা দেওয়া। এটা সচেতনতা মূলক কর্মসুচীরই একটি অংশ। মানুষকে এটা বোঝানো যে দৈনন্দিন সমস্ত কাজের মধ্যেই হাত ধোয়াটাও জীবনের অঙ্গ করে নিতে পারলে করোনার মত ভাইরাসের মোকাবিলা সহজেই করা যায়।