Homeএখন খবরকরোনায় দৈনিক মৃত্যুর নিরিখে বিশ্বে নতুন রেকর্ড গড়লো ভারত; একদিনে মৃত ৪,৫২৯...

করোনায় দৈনিক মৃত্যুর নিরিখে বিশ্বে নতুন রেকর্ড গড়লো ভারত; একদিনে মৃত ৪,৫২৯ জন মানুষ

নিউজ ডেস্ক: ভারতের করোনায় মৃত্যুর সংখ্যা বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এখন পর্যন্ত একদিনে করোনার কারণে সবচেয়ে বেশি মৃত্যু আমেরিকাতে হয়েছিল। তবে এখন ভারত এই রেকর্ডটি ভেঙে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ২,৬৭,৩৩৪ নতুন করোনার কেস এসেছে এবং ৪,৫২৯ আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে, ৩,৩৫,৮৫১ জন মানুষও করোনামুক্ত হয়েছেন। এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ জানুয়ারি বিশ্বে সবচেয়ে বেশি ৪,৪৬৮ জন রোগী করোনায় মারা গিয়েছিল।

১৮ ই মে অবধি ১৮ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৩০২ করোনা ডোজ সারা দেশে দেওয়া হয়েছে। আগের দিন ১৩ লাখ ১২ হাজার ১৫৫ টি ভ্যাকসিন দেওয়া হয়েছে। একই সময়ে, এ পর্যন্ত ৩২ কোটিরও বেশি করোনার পরীক্ষা করা হয়েছে। আগের দিন ২০.০৮ লক্ষ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল, যার পজিটিভ হার ১৩ শতাংশের বেশি।

এদিন করোনার সর্বশেষ পরিস্থিতি-
মোট করোনার কেস – ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০।
মোট টেস্ট – ২ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ৩৬৩ টাকা
মোট অ্যাক্টিভ মামলা – ৩২ লাখ ২৬ হাজার ৭১৯
মোট মৃত্যু – ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জন।

দেশে করোনার মৃত্যুর হার ১.১০ শতাংশ এবং পুনরুদ্ধারের হার ৮৫ শতাংশেরও বেশি। অ্যাক্টিভ কেসগুলি ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। করোনার অ্যাক্টিভ কেসে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। সংক্রামিত মোট সংখ্যার দিক থেকেও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরে ভারতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

ভারতের মোট জনসংখ্যার দুই শতাংশেরও কম মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এখনও ৯৮ শতাংশ লোক সংক্রামিত হতে পারেন, মঙ্গলবার সরকার এ কথা জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লাভ আগরওয়াল বলেছেন যে, ‘এত সংখ্যক সংক্রমণের খবর পাওয়া সত্ত্বেও আমরা এটিকে জনসংখ্যার দুই শতাংশেরও কম সীমাবদ্ধ রাখতে সফল হয়েছি। ভারতের মোট জনসংখ্যার মাত্র ১.৮ শতাংশ কোভিড -১৯ দ্বারা প্রভাবিত হয়েছে এবং ৯৮ শতাংশ লোক এখনও সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।‘

সরকার বলেছে যে গত ১৫ দিনে সক্রিয় মামলার সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। ৩ মে, সংক্রমণের হার ছিল ১৭.১৪ শতাংশ, যা এখন নেমে এসেছে ১৩.৩ শতাংশে। দেশের মধ্যে কেবল ৮ টি রাজ্য রয়েছে যেখানে প্রতিদিন ১০ হাজারেরও বেশি করোনার মামলা আসছে। কোভিড টেস্টিং গত ১৪ সপ্তাহে গড়ে ২.৫ গুণ বেড়েছে।

সরকার বলেছে যে, আটটি রাজ্যে কোভিডের এক লক্ষেরও বেশি মামলা রয়েছে এবং বাকি ২২ রাজ্যে সংক্রমণের হার ১৫ শতাংশেরও বেশি। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি, বিহার, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে কোভিডের ঘটনা কমেছে এবং সংক্রমণের হারও নেমে এসেছে। ১৯৯ টি জেলায় গত দু’সপ্তাহে কোভিড -১৯ কেস এবং সংক্রমণের হার হ্রাস পেয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে অল্প হলেও বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমন। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪২৮ জন এবং মৃত্যু হয়েছে ১৪৫ জনের।

রাজ্যে জেলাভিত্তিক সংক্রমণের বিচারে প্রথমে আছে উত্তর ২৪ পরগণা। অন্যদিকে মৃত্যুর নিরিখে এগিয়ে আছে কলকাতা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। অন্যদিকে কলকাতায় আক্রান্ত ৩ হাজার ৭৮৫ এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের।

RELATED ARTICLES

Most Popular