নিউজ ডেস্ক: করোনা থেকে এবার রেহাই পেলো না আইপিএল ২০২১।স্থগিত করা হল আইপিএল ২০২১ এর পুরো মরশুম। মঙ্গলবার এই মর্মাহত করার মতো খবরটি এলো যে, সানরাইজার্স হায়দরাবাদের উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকেও করোনার পজিটিভ পাওয়া গিয়েছে।
এরআগে কেকেআরের দুই খেলোয়াড় বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার করোনায় আক্রান্ত হয়েছিলেন।এই জন্য ৩ মে কলকাতা-ব্যাঙ্গালোরের মধ্যে অনুষ্ঠিত হওয়া ম্যাচ বাতিল হয়েছিল।এছাড়াও চেন্নাই দলের তিন কর্মকর্তাকেও করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।
এরপরই মঙ্গলবার করোনা আক্রান্ত হন ঋদ্ধিমান সাহা।এমন পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আইপিএল ম্যাচও বাতিল করা হয় আইপিএলে এই ম্যাচটি আজ মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এরপরেই স্থগিত করা হয় আইপিএল ২০২১-কে।সংবাদসংস্থা এএনআই-কে এমনটাই জানিয়েছেন বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। যদিও বিসিসিআই-এর তরফে সরকারি ভাবে এখনও ঘোষণা হয়নি।আইপিএল টিমগুলির উপর করোনা যে ভাবে থাবা বসিয়েছে, তার জেরেই একের পর এক ম্যাচ বাতিল হয়ে যেতে শুরু করেছে। স্বভাবতই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়াটাই অসম্ভব হয় পড়ে। সেই কারণেই সম্ভবত আইপিএল বাতিল করে দিতে বাধ্য হল বিসিসিআই।