নিজস্ব সংবাদদাতা: জীবনে যাঁরা ঠান্ডা ঘরের বাইরে বের হওয়ার ফুরসৎ পাননা তাঁদেরকেই দেখা যাচ্ছে হাটে বাটে মাঠে। ভোটে জেতার জন্য মরিয়া প্রার্থীরা জনতার কাছে যেতে উন্মুখ। কেউ কেউ মিশে যেতে চাইছেন জনতার মাঝখানে। আর তাতেই ঘটছে বিপত্তি। যেমনটা ঘটে গেল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলায়। গাড়ির দরজা খুলে জনতাকে নমস্কার করতে গিয়ে ভিড়ের চাপে আহত হলেন তিনি।
সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নির্বাচনী প্রচারে তারকা প্রার্থীদের হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশন। জানিয়ে দেওয়া হল ইচ্ছামতো সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পারবেন না তাঁরা। এক বিশেষ আচরণবিধি চালু করে নির্বাচন কমিশন জানালেন কঠোর ভাবে মানতে হবে এই নির্দেশিকা। নচেৎ বিধিভঙ্গের দায়ে পড়বেন তাঁরা।
নিশ্চিত ভাবেই বুধবার নন্দীগ্রামে প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়েছে কমিশন। ওই দিন চলন্ত গাড়ির পা দানিতে দাঁড়িয়ে দরজা অর্ধেক খুলে সাধারণ মানুষকে তখন প্রনাম করছিলেন তিনি। তখনই দরজাটি কোনও ভাবে চেপে যায়। তাতে চাপ লাগে মুখ্যমন্ত্রীর পায়ে। যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয় মুখ্যমন্ত্রীকে।
এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল শুরু হয়। রাজ্য প্রশাসন ও কমিশনের পর্যবেক্ষকদের কাছে আলাদা রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। তাতে জানানো হয়, দুর্ঘটনাতেই আহত হয়েছেন মমতা। যদিও তৃণমূলের দাবি, চক্রান্ত করে মুখ্যমন্ত্রীর গাড়ির দরজা চেপে দিয়েছে বিজেপি।
সমস্ত ঘটনার পর্যালোচনা করার পরই রবিবার তারকা প্রার্থী ও প্রচারকদের জন্য বিশেষ আচরণবিধি ঘোষণা করেছে কমিশন। তাতে বলে হয়েছে, যে তারকা প্রচারকরা বিশেষ নিরাপত্তা পান তাঁদের নিরাপত্তা বিধি মেনে প্রচার করতে হবে। তাঁদের ঝুঁকির মুখে পড়া এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
কোনও ভাবেই নিরাপত্তা বলয়ের বাইরে যেতে পারবেননা তাঁরা।