অশ্লেষা চৌধুরী: সেই অভিষেককে নিশানা করেই ব্রিগেড থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কটাক্ষের সুরে মোদি বলেন, বাংলা আপনাকে দিদি বলে ভোট দিয়েছিল, নির্বাচিত করেছিল আর আপনি নিজেকে শুধু নিজের ভাইপোর পিসি করেই রেখে দিলেন? আপনি বাংলার দিদি হওয়ার পরিবর্তে সেই বুয়া-ভাতিজার রাজ কায়েম করলেন? আপনার শুধু একটাই ভাইপো? বাংলার বাকি ভাইপো-ভাইঝিরা আপনার কেউ নয়?
মোদি বলেন, আপনারা বলছেন, খেলা হবে, খেলা হবে। সব খেলাই তো খেলে নিয়েছেন আপনারা। তোলাবাজি, সিন্ডিকেট, গরিবের টাকা লুট করা, বেকারের চাকরি না দেওয়া। আর কী খেলবেন আপনারা? শুনে রাখুন, আপনাদের খেলা শেষ হয়ে গেছে। আর কোনও খেলা খেলতে দেবে না বাংলার মানুষ। ব্রিগেডের ময়দান থেকে প্রধানমন্ত্রী আরও বলেন, তৃনমূলের কমিশন বাজির জন্যই কলকাতা বিমানবন্দর সঙ্গে সম্পর্ক যুক্ত প্রচুর উন্নয়নের কাজ আটকে গিয়েছে। রাজ্যে উন্নয়ন থমকে গিয়েছে।
তিনি বলেন, ‘বামদের বিরুদ্ধে মমতা লড়াই করে মা-মাটি মানুষের স্লোগান তুলেছিলেন। কিন্তু বাংলার সাধারণ মানুষের কি কোনও পরিবর্তন হয়েছে? কৃষক, শ্রমিকের জীবনে কোনও পরিবর্তন এসেছে?গরিব মানুষকে আরও গরিব করা হয়েছে। খুনের রাজনীতির কি কোনও পরিবর্তন হয়েছে? বাংলায় মা-মাটি-মানুষের কী অবস্থা আপনারা জানেন। ঘরে ঢুকে মায়েদের উপর যে অত্যাচার হচ্ছে তা দেশ দেখছে। ৮০ বছরের মায়ের উপর যে অত্যাচার হয়েছে তা দেশ দেখেছে। গত ১০ বছরে বাংলার প্রত্যেক মা চোখের জল ফেলেছেন।‘
পাশাপাশি এদিন বামেদের উদ্দেশ্যেও প্রশ্ন ছুঁড়ে দেন মোদি, তিনি বলেন, স্বাধীনতার পর কংগ্রেস ক্ষমতায় এসে কিছুটা কাজ করেছিল। তারপর ভোট ব্যাঙ্কের রাজনীতি শুরু হয়।এরপর বামপন্থীরা এসে বলেছিল কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। এই বামপন্থীরাই বাংলায় ৩৪ বছর শাসন করেছে। সেই কালো হাত আজ সাদা হল কী করে! যে হাতকে ভাঙতে চেয়েছিল, সেই হাতের আশীর্বাদ নিতে হচ্ছে!
ব্রিগেড থেকে তৃনমূল কংগ্রেসকে একের পর এক ইস্যু তুলে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাথেই বাংলার জনগনকে আশ্বাস দিয়ে তিনি বললেন, বাংলায় ‘আসল পরিবর্তন’ আনার জন্য কাজ করবে বিজেপি। মোদি বলেন, আমি শপথ নিয়ে বলছি, স্বাধীনতার ৭৫বছরে বাংলা যা হারিয়েছে আগামী ২৫বছরে তা ফিরিয়ে দেবে বিজেপি। তারই শুরু হতে চলেছে আগামী ৫বছরের বিজেপি সরকারের মধ্যে। বাংলা থেকে যা যা চলে গেছে সব ফিরিয়ে দেব আমি।‘